সেনাদের ক্ষমতা বৃদ্ধিতে জেনেটিক টেকনোলজি প্রয়োগ করছে চীন! চাঞ্চল্যকর দাবি আমেরিকার

বাংলাহান্ট ডেস্কঃ রুপোলি পর্দায় মতই নিজের সেনাদের শক্তি বৃদ্ধিতে লেগে পড়েছে চীন (china) সরকার। রিল লাইফের গল্পের মতই রিয়েল লাইফে নিজের সেনাদের জেনেটিক পরিবর্তন করে ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনায় রয়েছেন চীন প্রধান জিনপিং। সেলুলয়েডের সৈনিকদের মতই ক্ষমতা সম্পন্ন করতে উদ্যত চীন।

জেনেটিক পরিবর্তন করে চাইনিজ সেনাদের (chinese army) শারীরিক ক্ষমতার বৃদ্ধি করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চীন সরকার। আমেরিকার গোয়েন্দা সংস্থা, ন্যাশানাল ইন্টেলিজেন্সের নির্দেশক জন র‍্যাটক্লিফ (John Ratcliffe) এই বিষয়ে দাবি করেছেন, আমেরিকার সুরক্ষার সবথেকে বড় বিপদ হতে চলেছে চাইনিজ সেনাবাহিনী। চীনের ক্ষমতার খিদের কোন সীমা পরিসীমা নেই। তারা যা কিছু করতে পারে।

ChinaMilitary

জন র‍্যাটক্লিফের এই কথায় শোরগোল ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। এই জন র‍্যাটক্লিফ একসময় রিপাবলিকান পার্টির সংসদ পদেরও অধিকারী ছিলেন। জন র‍্যাটক্লিফ দাবি করেছেন, চীন ঠিক হলিউডের চলচিত্রে দৃশ্যমান সেনাদের ন্যায় নিজের দেশের সেনাদের শক্তিশালী করার লক্ষ্যে এগোচ্ছে।

গতবছর মার্কিন সংবাদপত্রে ঠিক এমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল – চীন জিন অ্যাডেটিক টেকনোলজির ব্যবহার করে সেনাদের ক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে। চীনা বিশেষজ্ঞরা এই জন্য CRISPR পদ্ধতির ব্যবহার করছে। এই পদ্ধতি ব্যবহার করে জেনেটিক রোগের চিকিৎসা এবং উদ্ভিদের পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়।

Chinese Military

সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির চীনা সুরক্ষা টেকনোলজির বিশেষজ্ঞ এবং নৌসেনার প্রাক্তন অধিকর্তা জানিয়েছেন, জেনেটিক পদ্ধতি ব্যবহার করে সেনাদের ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা বর্তমান সময়ে দেখা না গেলেও, চীন এই বিষয়ের উপর পরীক্ষা নিরিক্ষা নিশ্চয়ই শুরু করে দিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর