বাংলাহান্ট ডেস্কঃ আন্তর্জাতিক স্তরে ভারত (Inida) এবং আমেরিকার (America) বন্ধুত্বের নিদর্শন যেমন রয়েছে, তেমনই কিন্তু অন্যদিকে চীন (China) এবং পাকিস্তানের (Pakistan) বন্ধুত্বও নজির রেখেছে। যে কোন পরিস্থিতিতেই ভারত এবং আমেরিকা দুই দেশ একে অপরের পাশে দাঁড়ায়। কিন্তু চীন পাকিস্তানকে নান ভাবে অপদস্থ করলেও, পাকিস্তান চীনের সঙ্গ ছাড়তে নারাজ।
আমেরিকার সাহায্য ভারতকে
ভারত চীন সংঘর্ষের মধ্যে খবর এসেছে ভারত অত্যাধুনিক মিসাইল এবং লেজার গাইডেড বোমা আমেরিকা থেকে কেনবার সিদ্ধান্ত নিয়েছে। আমেরিকা ৪ বিলিয়ন ডলারের বদলে ৩০ সি গার্ডিয়ান অফার করেছে ভারতকে।
পাল্টা চীনও অস্ত্র দিল পাকিস্তানকে
এই খবর প্রকাশ হওয়ার পাশাপাশি আরও বিষয় জানা যাচ্ছে, গওয়াদার বন্দরে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর এবং পিপলস লিবারেশন আর্মির নেভাল বেসের রক্ষার্থে চীন চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে পাকিস্তানকে। 48 জিজে -2 ড্রোনটি উইং লং 2 যা সেনার সামরিক সংস্করণ। চীন এটির ডিজাইন করেছে কিন্তু পাকিস্তান বিমানবাহিনী এটির ব্যবহার করবে। ইতিমধ্যেই চীন এশিয়া ও পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে স্ট্রাইক ড্রোন উইং লুং 2 রপ্তানি করছে।
উলঙ্ঘন করছে সব নিয়ম শৃঙ্খলা
উচ্চতর প্রযুক্তির অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আমেরিকা একটি নীতি অনুসরণ করলেও, চীন কোন কিছুর পরোয়া না করেই ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আলজেরিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় ১২ টি দেশে মোট ১৬৩ টি ইউএভি রপ্তানি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে এই তথ্য পাওয়া গেছে।
লাদাখ অঞ্চলে চীনের ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনার মধ্যে চীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করছে। এমতাবস্থায় আমেরিকাও বন্ধু দেশ ভারতকে প্রয়োজনীয় অস্ত্র দিয়ে সাহায্য করছে। এই অস্ত্র আলাদাভাবে বেশ কয়েকটি সিস্টেমের কাজ একত্রেই করে দেবে।