বাংলাহান্ট ডেস্কঃ চীন (China) বর্তমানে সুর বদলে ফেলেছে। এতদিন ধরে যে চীন সর্বদা ভারতের (India) বিরুদ্ধাচারণ করে এসেছে, সে আজকে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে। সম্প্রতি ভারত- চীন সীমায় সেনা বিবাদের পরই হঠাৎ করে চীন উল্টো সুরে গান গাইতে লাগল।
ভারতের পাশে দাঁড়াচ্ছে চীন
RCEP-তে ভারতের সঙ্গে আলোচনার বিষয়কে স্বাগত জানিয়েছে চীন সরকার। এক সাংবাদিক সম্মেলনে চীনের বাণিজ্যমন্ত্রী জানান, ক্ষেত্রীয় মুক্ত ব্যবসার বিষয়ে আলোচনা প্রসঙ্গ যথেষ্ট শান্তিপূর্ণ ভাবেই এগোচ্ছে। কিছু বিশেষ বিষয়ে আলোচনার প্রসঙ্গে অংশগ্রহণকারী সদস্যদের সাথে এই বিষয়ে আলোচনা করা হবে।
কি এই RCEP?
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ১০ সংগঠিত দেশের মিলিতভাবে এক এশিয়া মহাসাগর অঞ্চলে প্রস্তাবিত মুক্ত ব্যবসা সমঝোতা হল RCEP। এই ১০ টি দেশ হল, ভ্রূণই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাউস, মালেয়শিয়া,মায়নমার, ফিলিপিনস, সিঙ্গাপুর, থাইল্যান্ড। এছাড়াও ভিয়েতনাম এবং আসিয়ানের FTA অংশীদারীর মধ্যে অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ করিয়াও এই সংগঠনের অংশ।
চীনের দ্বিরূপতার প্রকাশ
২০১৯ সালের নভেম্বরে ভারত এই RCEP থেকে নির্গত হয়ে যায়। একদিকে চীন এই পরিস্থিতিতে RCEP-তে পুনর্গমনের জন্য ভারতের পাশে দাঁড়াতে চাইছে, আর অন্যদিকে সীমান্ত এলাকায় সংঘর্শও চালাচ্ছে। এই অবস্থায় ভারত চীনের কোন রূপের ভরসা করে, তাঁদের দিকে এগোবে এই নিয়ে সংশয় তৈরি হচ্ছে। একদিকে চীন ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করতে উৎসাহ দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে সীমান্ত এলাকায় উতপ্ত পরিস্থিতি তৈরি করা যাচ্ছে।
চীন- ভারত সংঘর্ষ
লাদাখের গালোয়া ফ্লাস পয়েন্টের পার্শ্ববর্তী এলাকায় চীন তাবু ফেলে নিজেদের সৈন্যদের পাঠিয়েছিল, তখন থেকেই এই সংঘর্ষ শুরু হয়েছিল। ভারতও এই ঘটনার পরিপ্রেক্ষিতে লাদাখে অতিরিক্ত সেনা মোতায়েন করে দেয়।