চিন পাবে জোর ঝটকা! ভারতের সঙ্গে হাত মেলাচ্ছেন ইলন মাস্ক, দেশে তৈরি হতে চলেছে সবথেকে বড় প্ল্যান্ট

বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) প্রসঙ্গে প্রতিনিয়ত নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পাশাপাশি, ভারত সরকার ইলেকট্রিক ভেহিক্যাল পলিসির বিষয়ে নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এদিকে, এই মুহূর্তে টেসলা ভারতে প্রবেশ নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, ওই সংস্থাটি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের কথা ভাবছে। পাশাপাশি, ইলন মাস্ক (Elon Musk) আগামী ৫ বছরের মধ্যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বিনিয়োগ করতে পারেন।

মূলত, এক্ষেত্রে ডাইরেক্ট এবং ইন-ডাইরেক্ট উভয় ধরণের বিনিয়োগ করা হবে। এছাড়াও, ভারতীয় প্ল্যান্ট থেকে ছোট গাড়ি তৈরি করে সারা বিশ্বে পাঠানোর ওপর জোর দেওয়া হবে। পাঁচ বছরের মধ্যে, ব্যাটারি ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, নতুন EV পলিসিটিও বেশ বড় এবং টেসলার ব্যাপারে সেখানে আলাদা কোনো নীতি নেই। তবে, টেসলার জন্য আলাদা সাবসিডি পলিসি আছে কি না তা এখনও স্পষ্ট নয়।

China is going to get a big shock due to this move

ভারতীয় বিলাসবহুল কার মার্কেটের কথা বিবেচনা করে ওই কোম্পানি তার নিজস্ব কিছু গাড়ি আনতে চায় এবং ইতিমধ্যেই চার্জিং ইকোসিস্টেমেরও পরীক্ষা চলছে। এমতাবস্থায়, টেসলা শীঘ্রই ভারতে কারখানায় বিনিয়োগ করতে পারে। মূলত, কোম্পানিটি এখন ছোট গাড়ি আনার কাজ করছে। পাশাপাশি, ফেসিলিটি ৩ বছরে শেষ হবে। তবে, গাড়িগুলির প্রাইসিং স্ট্রাকচার সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: এক চার্জে স্মার্টফোন চলবে ৫০ বছর! আশ্চর্য ব্যাটারি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগাল চীন

আর এই পদক্ষেপের মাধ্যমেই ওই কোম্পানি এশিয়ায় গাড়ির চাহিদা বাড়ানোর কাজ করবে। এদিকে, লোকাল মেড-ইন-ইন্ডিয়া কনটেন্টেরও উচ্চমাত্রায় কাজ করা হচ্ছে। ভারতীয় বাজারে এই গাড়িগুলির চাহিদা সবচেয়ে বেশি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, এটি হবে ভারতে কোনো বিদেশি কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ।

আরও পড়ুন: “চিনাদের থেকে উপার্জন করুন”, মলদ্বীপকে খোঁচা দিয়ে ফের বোমা ফাটালেন EaseMyTrip-এর CEO

এমন পরিস্থিতিতে, এটি ভারতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অনেক সাহায্য করবে। এর আগে সুজুকি ভারতে প্রচুর বিনিয়োগ করেছে। এছাড়াও, অ্যাপল এবং স্যামসাংয়ের মতো সংস্থাগুলিও ভারতে তাদের প্ল্যান্ট স্থাপন করেছিল। যা ভারতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে প্রমাণিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর