ভারতে ঘুরে দাঁড়াতে টাটার পায়ে পড়ছে চিন! ফাঁস হল বেজিংয়ের প্ল্যান

বাংলা হান্ট ডেস্ক: সরকার বর্তমানে চিন (China) থেকে ভারতে (India) বিনিয়োগের ওপর কড়া নজর রাখা হচ্ছে। সামগ্রিকভাবে সরকার এই বিষয়টি খুব একটা পছন্দ করে না। তবে, এবার কিছু বড় পরিবর্তন হতে পারে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনা বিনিয়োগ টাটা গ্রুপের (Tata Group) সমর্থন পেতে পারে। যা ফের ভারতে চিনা কোম্পানিগুলিকে ব্যবসা করা আরও সহজ করে তুলতে পারে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, ভারত সরকার প্রতিটি বিষয় পৃথকভাবে দেখার পরে চিনা ইলেকট্রনিক্স সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগের অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে, সরকার কিছু ছাড় দিয়ে চিনা কোম্পানিগুলিকে ভারতে বিনিয়োগের অনুমতি দেবে বলে আশা রয়েছে। যার ফলে এই বিষয়টি দেশের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রগতি এনে দেবে বলেও অনুমান করা হচ্ছে।

টাটা গ্রুপের সমর্থন পাবে চিন: ইটি-র একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, টাটা গ্রুপের ইলেকট্রনিক্স উৎপাদনকারী সংস্থা “ভোল্টাস” শীঘ্রই চিনের এয়ার-কন্ডিশনার কম্প্রেসার উৎপাদনকারী সংস্থা সাংহাই হাইলি গ্রুপ কোম্পানির সাথে একটি চুক্তিতে প্রবেশ করতে পারে। এই বিষয়ে জ্ঞাত সূত্র জানিয়েছে, চিনা কোম্পানিটি তাদের বিনিয়োগ পরিকল্পনার প্রস্তাব ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকে পাঠিয়েছিল। যার ভিত্তিতে এখন মন্ত্রকের পক্ষ থেকে আরও তথ্য চাওয়া হয়েছে।

Voltas

প্রস্তাব অনুযায়ী, ভোল্টাস চিনা কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চার গঠন করবে। যেখানে চিনের সাংহাই হেইলি গ্রুপ কোম্পানির ৬০ শতাংশ শেয়ার থাকার সম্ভাবনা রয়েছে। বাকি ৪০ শতাংশ শেয়ার থাকবে ভোল্টাসের কাছে। গত বছর যখন এই প্রস্তাবটি সরকারের কাছ থেকে অনুমতি পায়নি, তখন এটি থেকে হাত সরিয়ে নেয় টাটা।

আরও পড়ুন: ঝড় তুলবে সবুজ-মেরুন! মুম্বাইয়ের কাছ থেকে মেলবোর্ন সিটির তারকাকে ছিনিয়ে নিল মোহনবাগান

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাংহাই হাইলি বিশ্বের বৃহত্তম এয়ার-কন্ডিশনার কম্প্রেসার উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি। মন্ত্রকের পক্ষ থেকে একটি উত্তরও দেওয়া হয়েছে। যাতে তারা বলেছে যে এই বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কী কী প্রয়োজন হবে।

আরও পড়ুন: বড় আশা ছিল, কিন্তু হল না! বিশ্বকাপে সুযোগ না পেতেই দীর্ঘশ্বাস রিঙ্কুর বাবার, জানালেন….

এদিকে, ভোল্টাস কেন্দ্রীয় সরকারের PLI স্কিমের অধীনে এই বিনিয়োগের জন্য আবেদন করেছিল। এই অংশীদারিত্বে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করে উভয় সংস্থাই দেশে বড় আকারে AC উৎপাদন করতে পারবে। এদিকে, সরকার যদি সাংহাই হেইলি গ্রুপ কোম্পানির বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করে, তবে চিনের জন্য এটি ভারতে নির্মিত মহাপ্রাচীরের একটি জানালা খোলার মতো হবে। যেখান থেকে বিনিয়োগের শীতল স্রোত প্রবাহিত হবে। এছাড়াও, এটি কেবল ইলেকট্রনিক্স নয় বরং তাদের উপাদান এবং সেমিকন্ডাক্টরগুলিরও ভারতে একটি ইকো-সিস্টেম তৈরি করতে সহায়তা করবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর