বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) সংকটের মধ্যে চীন তাঁদের অর্থনীতি মজবুত করতে ভারতীয় (India) ব্যাংক এইচডিএফসি (HDFC) -এর থেকে শেয়ার কিনছিল। জানুয়ারি থেকে মার্চের মধ্যে চীন ভারতের এই বড় বেসরকারী ব্যাংক থেকে শেয়ার কিনছিল। চীনের সবথেকে বড় ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক এই কাজ করছিল। ভারতের রিজার্ভ ব্যাংকের মতই চীনের সেন্ট্রাল ব্যাংকে অনেক অর্থ গচ্ছিত আছে। প্রায় ১ কোটি ৭৫ লক্ষ শেয়ার কিনেছে বলে যানা যায়।
ভারতের এইচডিএফসি ব্যাংকের শেয়ার অনেক কম ছিল, প্রায় ৭৮০-৮৫০ এর মধ্যে ছিল। কিন্তু করোনা আগে এই শেয়ারের পরিমাণ ছিল ১২০০-১৩০০। কিন্তু আজকের দিনে তা ৯০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। চীনের কোম্পানি শেয়ার কেনার পর থেকেই এই শেয়ারের মূল্য বাড়তে শুরু করে।
ভারতের মতো ইউরোপীয় দেশগুলো থেকেও শেয়ার কিনছিল চীন। কিন্তু ইউরোপীয় সরকার চীনের এই বিষয়টা বুঝতে পেরে বিদেশের সঙ্গে বিরাট পরিমাণে শেয়ার কেনা বেচা বন্ধ করে দেয়। এবং ঠিক করে দেয় কোনো বিদেশি কোম্পানিকে বেশি মূল্যের শেয়ার বিক্রি করা যাবে না। নাহলে সেই সময় চীন এই শেয়ার কিনে নিত। তখন চীন বেগতিক দেখে ভারতের থেকে এই বিরাট অংকের শেয়ার কেনে। বর্তমানে ভারত সরকার বুঝতে পেরেছে যে চীন কেন এই দেশ থেকে শেয়ার কিনল।
এইচডিএফসি ব্যাংকের বিষয়টা সামনে আসায় ভারতীয়রা জানতে পেরেছে। কিন্তু এমনও অনেক ব্যাংক আছে যাদের বিষয়টা হয়তো এখনও সামনেই আসেনি। সেবি এই বিষয়টা প্রথমে জানায়, তারপর জনগণ জানতে পারে। যে চীন ভারতের থেকে এক বিরাট অংশের শেয়ার কিনে নেয়। বর্তমানে চীনকে নিয়ে বিশেষজ্ঞরা যে ভবিষ্যৎ বানী করেছিল, তা এখন সত্যি হয়ে যাচ্ছে। যেমন, চীনে করোনা ভাইরাসের প্রসার থেমে যাওয়ার পর সমগ্র বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়বে। বাস্তবে তাই হল। আবার, বিশেষজ্ঞরা বলেছিলেন, বিশ্বের সব দেশের শেয়ার মার্কেট যখন পড়ে যাবে, তখন চীন বড় বড় শেয়ার কোম্পানির শেয়ার কিনতে শুরু করবে। বাস্তবে সেটাও ফলে গেল। চীন তাঁদের অর্থনীতি মজবুত করতে শেয়ার কিনতে উঠে পড়ে লেগেছে।