বাংলাহান্ট ডেস্ক : চীনের (China) উন্নত যুদ্ধবিমান এবার নাকি ভারতের (India) দিকে মুখ করে তিব্বত সীমান্তে মোতায়েন করা হয়েছে। এমনিতেই দীর্ঘদিন ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এবং চীনের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। এই সংঘাতের পরিস্থিতিতে এবার চীনের যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে তিব্বত সীমান্তে। তাও আবার ওই বিমানের মুখ রয়েছে ভারতের দিকে। বিষয়টি ভাবাচ্ছে ভারতকে। সম্প্রতি উপগ্রহ মারফত বেশ কিছু ছবিতে যা দেখা দিয়েছে তা বেশ খানিকটা উদ্বেগ জনক।
কারণ, তিব্বত সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স শিগাতসে ডুয়াল ইউজ এয়ারপোর্টে ৬টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ লেখা থেকে ১৫৫ কিলোমিটার দূরে অবস্থিত স্থান। ওই জায়গাটি মূলত সিকিম ভুটান তিব্বত এই তিনটি জায়গার সংযোগস্থল ডোকালামের কাছে অবস্থিত। ঐখানেই আগে থেকে জে-১০ ও কে জে-৫০০ AEW&C জেট আগে থেকেই মোতায়েন করে রেখেছে চীন।
আরোও পড়ুন : হাওড়া স্টেশনের এই খাবার আজ ভূ ভারতে বিখ্যাত! আরও ৭ জায়গার জনপ্রিয় ডিস চেখে দেখবেন নাকি?
যুদ্ধবিমান মোতায়েন সংক্রান্ত সমস্ত ছবি পাওয়া গিয়েছে স্যাটেলাইট মারফত। তাতেই ধারণা করা হচ্ছে যে,২৭ মে এয়ার বেসে এসেছে জে ২০ যে বিমানগুলি। সাবেক টুইটার বর্তমান এক্স হ্যান্ডেলে এমনটাই জানিয়েছে অল সোর্স অ্যানালিসিস। জনপ্রিয় একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে,উচ্চ অক্ষাংশের মহড়ায় সম্ভবত সিগাতসে অঞ্চলে এই দুই ইঞ্জিনের জে ২০ যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। একথা জানান, ভারতীয় প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক।
শুধু তাই নয়, হাসিমারা, চাবুয়া ও তেজপুর ভিত্তিক সুখোই-৩০ এমকেআই ফাইটার বিমান ছাড়া ১৮টি বিমানে স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে বলে খবর। সাথে রয়েছে হাসিমারায় রাফায়েল বিমানও। একইভাবে বিমান মোতায়েন করা হয়েছে আম্বালাতেও। তবে এইভাবে কেন যুদ্ধবিমান মোতায়েন করছে চীন , সেটাই যেন প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।