অরুনাচলের ভিতরে ঢুকে রাস্তা বানিয়েছে চিন, ধরা পড়ল স্যাটেলাইট ইমেজে

একদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়েছে। সীমান্ত দিয়ে জঙ্গী অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তান। এবার পাকিস্তানের মতই চিন এবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের জন্য রাস্তা বানিয়েছে। ধরা পড়ল স্যাটেলাইট ইমেজে। মাত্র কয়েকসপ্তাহ আগে অরুনাচল প্রদেশের ভিতর দিয়ে কাঠের ব্রীজ বানিয়েছে চিনাস সেনারা, এমনটাই জানিয়েছেন স্থানীয় সাংসদ। যদিও ভারতীয় সেনাদের তরফ থেকে সেই সত্যতা অস্বীকার করা হয়। এবং সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছিল। সচেতনতা মূলক খবর পেয়ে ঐ স্থানে খতিয়ে দেখা হলেও সেধরনের কোনো তথ্যই পায় নি ভারতীয় সেনারা। কিন্তু এবার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের প্রকাশ করা একটি উপগ্রহ চিত্র থেকে দেখা গিয়েছে চিনা সেনাদের বিশিং অঞ্চলের উত্তর সীমা দিয়ে প্রবেশ করার তথ্য একেবারেই সঠিক। শুধু তাই নয় লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে এক কিমি দীর্ঘ রাস্তা বানিয়ে ফেলেছে।

তবে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সম্পর্কে বলতে গিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ অভিজিত আয়ার মিত্র জানিয়েছেন, যখন কোনো দেশ সীমান্ত বরাবর পরিবহন ব্যবস্থা গড়ে তোলে কিংবা বসতি গড়ে তোলে তার মানে তাঁরা সীমা রেখা টানতে বাধ্য করে অপর দেশকে। তাই ওই নিয়ন্ত্রণ রেখার পরেও ভারতের কয়েক কিমি ভিতরে ঢুকছে চিন। শুধু তাই নয় দক্ষিণে পরিকাঠামোও তৈরি করা হয়েছে। আর যে উপগ্রহ চিত্রটি হাতে এসেছে সেখানে দেখা গিয়েছে চিন সত্যিই ভারতের ভিতরে ঢুকে রাস্তা বানিয়েছে। তবে তাঁরা সম্প্রতি নয় বরং বেশ কিছু বছর আগে থেকেই যে যাতায়াত শুরু করেছে তেমনটাই সন্দেহ করছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। বিশিং ছাড়াও চাগালাগামেও চিনা অনুপ্রবেশ হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহেই অরুনাচলের স্থানীয় এক সাংসদ সীমান্তে চিনাদের ব্রীজ তৈরির কথা জানায় একইসঙ্গে বুটের দাগ দেখতে পাওয়ার সন্দেহও প্রকাশ করেন। কিন্তু বুধবারই ওই সাংসদের সন্দেহকে ভুল বলে ঘোষণা করা হয়।তবে সেই সত্যি প্রকাশ্যে আসতে চিন্তার ভাঁজ প্রতিরক্ষা বাহিনীর কপালে।

সম্পর্কিত খবর