চিনের নামে ফের চুরির অপবাদ! হুবহু নকল করল মাস্কের SpaceX রকেটের ডিজাইন, হইচই বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক: টেকনোলজি হোক কিংবা শিক্ষা কিংবা বলুন জনসংখ্যা সবদিক থেকেই চীন (China) বড় বড় দেশের সঙ্গে টক্কর লাগাচ্ছে। এমনকি সামরিক খাতেও ব্যাপক আলোড়ন ফেলেছে। একের পর এক বড় বড় অস্ত্র বানিয়ে কায়েম করতে চাইছে একের পর এক শক্তিশালী দেশকে। তবে চীন (China) হয়তো আজ নিজেকে সেরা করার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু নকল করতেও পিছু হটছে না এই দেশটি। হামেশাই এই নিয়ে কোনো না কোনো খবর সংবাদের শিরোনামে উঠে আসে। আর এবারও সেই একই কাহিনী ঘটলো। তবে এবার ইলন মাস্কের ডিজাইন চুরি করল চীন (China)।

ঠিক কোন ডিজাইন চুরি করেছে চীন (China)?

সম্প্রতি একটি ছবি প্রকাশ্যে আসে। মূলত ছবিটি একটি রকেট যানের। তথ্যসূত্রে জানা গিয়েছে, চীন (China) যে নতুন রকেট তৈরি করতে চলেছে তার নকশা খানিকটা আমেরিকান রকেটের মত। তথ্যসূত্রে জানা গিয়েছে, রকেটের যে নতুন ছবি প্রকাশ্যে এসেছে তা লং মার্চ 9 রকেটের মূল নকশা থেকে একেবারেই আলাদা। এর আগে যে ছবি প্রকাশ্যে এসেছিল, তার সঙ্গে বিন্দুমাত্র মিল নেই এই ছবির।

 China make a rocket design dupilcate of SpaceX.

ঠিক কেমন দেখতে এই রকেট: সূত্র মারফত জানা গিয়েছে, এয়ার শোতে যে ছবি দেখানো হয়েছে সেই রকেট হুবহু SpaceX স্টারশিপ রকেটের মতো দেখতে। পুরোপুরি দেখতে না হলেও, অনেকটাই মিল রয়েছে SpaceX স্টারশিপের সঙ্গে। চীন যে নতুন রকেট তৈরি করেছে তা লম্বায় প্রায় ১১৪ মিটার লম্বা। এই রকেটের প্রথম ধাপ পুনঃব্যবহারযোগ্য। এছাড়াও জানা গিয়েছে এই রকেটে ৩০ টি YF-215 ইঞ্জিন রয়েছে, এই ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রয়োজন পড়ে মিথেন এবং তরল অক্সিজেনের। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? চীনের (China) তৈরি এই রকেট আর SpaceX রকেটের কার্যক্ষমতা অর্থাৎ ইঞ্জিন শক্তি প্রায়ই একই।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কেন পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া? রাখঢাক না রেখে ICC-কে কারণ জানাল BCCI

জানা গিয়েছে যে, স্টারশিপের ইঞ্জিন শক্তি যেখানে প্রায় ২৮০ টন, সেখানে এই নতুন রকেটের ইঞ্জিন শক্তি ২০০ টন। অর্থাৎ প্রায় কাছাকাছি। শুধু তাই নয়, চাইনিজ এই রকেটের ইঞ্জিনের দ্বিতীয় পর্যায়টির সঙ্গে স্টারশিপের বহু মিল রয়েছে। দুটো রকেটেই নাকি একই জায়গায় এরোডাইনামিক ফ্ল্যাপ ইনস্টল করা আছে। অর্থাৎ পুরো গোটাটাই স্টারশিপের আদলে তৈরি। তবে মনে রাখবেন, এই স্টারশিপ মডেল কিন্তু এলন মাস্ক কোম্পানির তৈরি। সেখানে অনেক উচ্চমানের বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রকেট বানায়। যেটা ঝেপে নিয়েছে চীন (China)।

আরও পড়ুন: “লেখাটি এডিট করব না”, রাত দখলকে সামনে রেখে চাকরি খোঁজার “অভিযোগে” কি জানালেন রিমঝিম?

তবে কি ভাবছেন এটা চীনের (China) নতুন কাজ। আজ্ঞে না! এর আগেও কতবার এ কাজ করেছে তার ঠিক নেই। ২০২১ সালে চীন ভবিষ্যতে মঙ্গলে পাড়ি দেবে বলে একটি ড্রোন হেলিকপ্টার বানিয়েছিল। তবে সেই হেলিকপ্টারের ডিজাইন আগেই তৈরি করেছিল NASA। মূলত NASA-এর Ingenuity এর কপ্টারের সাথে মিল ছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে গত সময় গুলিতেও নকল করার রেকর্ড রয়েছে চীনের (China)।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর