ফাটলই না মিসাইল! চিনের ‘বিশ্বাসঘাতকতা’য় মাথায় হাত পাকিস্তানের, ভারতের কাছে মুখ পুড়িয়ে জলে কোটি কোটি টাকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিনের ভারত-পাকিস্তান সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো কিছু বিষয় স্পষ্ট করে দিয়েছে। পাকিস্তানের ব্যবহৃত চিনা (China) অস্ত্রের ব্যর্থতা বিশ্বের কাছে একযোগে মুখ পুড়িয়েছে দুই দেশের। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র, কোনোটাই টিকতে পারেনি ভারতের পরাক্রমের সামনে। বিশেষ করে চিনা (China) ক্ষেপণাস্ত্র তো না ফেটেই ছিটকে পড়েছে ভারতের এক সীমান্তবর্তী গ্রামে।

ভারত পাকিস্তান সংঘর্ষে মুখ পোড়াল চিনের (China) অস্ত্র

ভারতে হামলার জন্য একাধিক চিনা (China) অস্ত্রে ভরসা করেছিল পাকিস্তান। কিন্তু চিন কার্যত আসল জায়গায় গণ্ডগোল করে পাকিস্তানকে হাস্যাস্পদ করে তুলেছে। অপারেশন সিঁদুর এর সময় ভারতীয় বায়ুসেনার সঙ্গে লড়াই করতে চিনের (China) পিএল ১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান। কিন্তু অধিকাংশই কোনো রকম বিষ্ফোরণ না ঘটিয়ে সোজা ভূপতিত হয় ভারতের সীমান্তবর্তী এক গ্রামে।

China missile failed Pakistan in fight with India

কী বিশেষত্ব চিনা মিসাইলের: পিএল ১৫, যা পাক বায়ু সেনাবাহিনীতে ‘থান্ডারবোল্ট ১৫’ নামে পরিচিত। জানা যাচ্ছে, দৃষ্টিশক্তির বাইরে গিয়ে হামলা চালানোর ক্ষমতা রাখে এই মিসাইল। চিনের (China) দাবি অনুযায়ী, শব্দের থেকেও পাঁচগুণ বেশি গতিবেগ এই ক্ষেপণাস্ত্রের। ডুয়েল পালস সলিড প্রোপেল্যান্ট রকেট মোটরের সাহায্যেই এই গতি পাওয়া যায় বলে খবর। মূলত যুদ্ধবিমানের উপরেই নির্ভর করে পিএল ১৫ এর পাল্লা। তবে পাকিস্তানের কাছে যেগুলি রয়েছে সেগুলিও পাল্লা সর্বোচ্চ ১৪৫ কিমি পর্যন্ত। প্রায় ২০-২৫ কেজি বিষ্ফোরক নিয়ে উড়তে সক্ষম মিসাইলটি জে এফ ১৭ ব্লক থ্রি, জে ২০ এর মতো আধুনিক ফাইটার জেটগুলির জন্যই তৈরি।

আরো পড়ুন : দিলীপের পর এবার দিঘার জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছেন সুকান্ত! কুণালের দাবিতে মুখ খুললেন BJP রাজ্য সভাপতি

ব্যর্থ হয়েছে ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেমও: এমন এক মিসাইল টিকতেই পারেনি ভারতীয় সেনার সামনে। বিষ্ফোরণ না করেই দম ত্যাগ করে ক্ষেপণাস্ত্রটি। অবশ্য শুধু মিসাইল নয়, চিনা ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেমও বিশ্বাসঘাতকতা করেছে পাকিস্তানের সঙ্গে। চিনের (China) তৈরি দুটি জে এফ ১৭ কে উড়িয়ে দেয় ভারত। অন্যদিকে ৮ এবং ৯ ই মে রাতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। ভারতীয় বিমানঘাঁটি লক্ষ্য করে পাক হামলার পালটা হিসেবে ড্রোন দিয়েই পালটা আঘাত করে লাহোরের চিনা এইচকিউ ৯পি এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দেয় ভারত।

আরও পড়ুন : পরপর দু রাত ‘শান্ত’ কাশ্মীর, সংঘর্ষ বিরতিতেই রাজি পাকিস্তান, কী আলোচনা হল DGMO বৈঠকে?

ভারতের কাছে পরপর মার খেয়ে ভুয়ো খবর ছড়াতে উদ্যত হয় পাকিস্তান। চিন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি জে ১০ সি ফাইটার জেট নাকি ভারতের রাফাল নামিয়ে দিয়েছে। পাকিস্তান এমন ভুয়ো দিয়ে করতেই পালটা চিনের তরফে জানানো হয়, এমন দাবির কোনো তথ্য তাদের কাছে নেই। চিনা অস্ত্রের পরপর ব্যর্থতার জেরে ভারতের কাছে মার খেয়েই সংঘর্ষ বিরতির জন্য আর্জি জানায় পাকিস্তান, জানা যাচ্ছে এমনটাই।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X