বড়সড় সর্বনাশ চিনের! সমুদ্রে ডুবে গেল নতুন পারমাণবিক সাবমেরিন, মজা নিচ্ছে আমেরিকা

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন নৌবাহিনীর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজেদের নৌশক্তি বাড়ানোর চেষ্টায় এবার বড় ধাক্কা খেয়েছে চিন (China)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই চিনের একটি নতুন পারমাণবিক সাবমেরিন নির্মাণের সময় ডুবে যায়। রিপোর্ট অনুযায়ী, প্রায় ২ মাস আগে উহানের কাছে উচাং শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটেছিল। এদিকে, আমেরিকাও এই ঘটনা নিশ্চিত করে প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টির পরিপ্রেক্ষিতে একজন মার্কিন আধিকারিক জানান, “এটা বেজিংয়ের জন্য লজ্জার বিষয়।”

সমুদ্রে ডুবে গেল চিনের (China) নতুন পারমাণবিক সাবমেরিন:

জানিয়ে রাখি যে, বর্তমানে চিনের (China) কাছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী রয়েছে। যেখানে প্রায় ৩৭০ টি যুদ্ধজাহাজ রয়েছে। এছাড়া চিন দ্রুত পারমাণবিক সাবমেরিন তৈরিতে ব্যস্ত। এমতাবস্থায়, একজন মার্কিন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, চিনের প্রথম শ্রেণির পারমাণবিক সাবমেরিন গত মে বা জুনে ডুবে গেছে। তবে, ওয়াশিংটনে চিনা দূতাবাসের মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে, সাবমেরিনটি কেন ডুবেছে তাও জানাননি ওই মার্কিন আধিকারিক।

China new nuclear submarine sank in the sea.

প্রসঙ্গত উল্লেখ্য যে, চিনের (China) ব্যবস্থা দুর্নীতিতে জর্জরিত। এমন সময়ে এত বড় ভুল ঘটায় পিএলএ-র ওপরে প্রশ্ন উঠছে। এদিকে, এটা স্পষ্ট যে চিন এত বড় ভুল লুকনোর চেষ্টা করবে এবং তারা কখনই চাইবেন না যে এটি ফাঁস হোক। তবে, প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ফটোতে দেখা গিয়েছে উচাং শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছে ক্রেন। ওই পারমাণবিক সাবমেরিনটিও এই শিপইয়ার্ডে ডক করা হয়েছিল।

আরও পড়ুন: ভারতে ক্রমশ কমছে বিদেশি পর্যটকদের আগমন! সামনে এল একাধিক কারণ, জানলে হবেন “থ”

জানিয়ে রাখি যে, চিনের (China) লক্ষ্য হল ২০২৫ সালের মধ্যে ৬৫ টি এবং ২০৩৫ সালের মধ্যে ৮০ টি সাবমেরিন তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার। তথ্য অনুযায়ী, ওই সাবমেরিনে কোনও জ্বালানি ছিল না। বিশেষজ্ঞরা বলছেন, চিনের তাড়াহুড়োর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, এই সাবমেরিনটি সরাতে কয়েক মাস সময় লাগতে পারে। এটি টাইপ ০৪১ পারমাণবিক সাবমেরিন। যেটিতে ফাইনাল ফিটিং করা হচ্ছিল।

আরও পড়ুন: এখন থেকেই শুরু প্রস্তুতি! ২০২৫-এর IPL-এ হবে কতগুলি ম্যাচ? BCCI নিল বড় সিদ্ধান্ত

আমেরিকান আধিকারিকরা জানিয়েছেন, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত টম শুগার্টই প্রথম এই বিষয়ে জানতে পারেন। তিনি আমেরিকায় সাবমেরিন ওয়ারফেয়ার অফিসার ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, সাবমেরিনটি পুরোপুরি ডুবে গেলে সব ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এদিকে, চিন (China) খুব শীঘ্রই সামরিক বহরের ক্ষেত্রে আমেরিকাকে হারাতে চায়। আর এই তাড়াহুড়োতেই ঘটে গেল বড় দুর্ঘটনা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর