পরমাণু অস্ত্রসম্ভার নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ভারত-পাকিস্তানের! চীনের অবস্থা ঠিক কেমন, দেখুন

   

বাংলাহান্ট ডেস্ক : পরমাণু অস্ত্র সম্ভারে এগিয়ে রয়েছে কোন দেশ? এই প্রশ্ন অনেকের মনেই থাকে। অনেকে আবার বিচার করার চেষ্টা করেন, পরমাণু অস্ত্র (Nuclear Weapons) সম্ভারের দিক থেকে ভারত এগিয়ে নাকি পাকিস্তান! এবার এই নিয়ে বড় আপডেট দিল সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা ‘স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’।

পাকিস্তান নয়, ভারতের হাতেই পাকিস্তানের চেয়েও বেশি পরমাণু অস্ত্র মজুদ রয়েছে বলে জানালো ওই সংস্থা। ইতিপূর্বে বহু সংস্থার রিপোর্টে পাকিস্তানের হাতে বেশি সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে ঐ সুইডির সংস্থাটি সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সে রিপোর্ট অনুসারে,”২০২৪ সালের জানুয়ারি মাসের হিসাবে ভারতের হাতে ১৭২টি পরমাণু অস্ত্র রয়েছে। যা পাকিস্তানের চেয়ে দু’টি বেশি।”

আরোও পড়ুন : DA অতীত! এবার এক ধাক্কায় বাড়বে সরকারি কর্মীদের বেতন! ভোট মিটতেই বিরাট আপডেট

তবে সুইডেনের ওই বিশেষজ্ঞ সংস্থার রিপোর্ট বলছে, পরমাণু অস্ত্র সম্ভারের দিক থেকে এখনো পর্যন্ত ভারতের থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে চীন।সুইডেন ভিত্তিক বিশেষজ্ঞ সংস্থা জানিয়েছে, চীনের হাতে ২০২৩ সালে পরমাণু অস্ত্রের সংখ্যা ছিল ৪০১টি। তবে ২০২৪ সালের জানুয়ারিতে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫০০টিতে।

আরোও পড়ুন : বড় রোগের শিকার অলকা ইয়াগনিক! শ্রবণশক্তি হারিয়ে ফেললেন গায়িকা, হইচই বলিপাড়ায়

ইতিপূর্বে ২০১৮ সাল নাগাদ রিপোর্টে এই সংস্থা চীনের হাতে ২৮০ টি পরমাণু অস্ত্র রয়েছে বলে নিজেদের রিপোর্টে পেশ করেছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র পরমাণু অস্ত্রের সংখ্যা দিয়েই পরমাণু অস্ত্রের কার্যক্ষমতা বিচার করার অনুচিত। ওই পারমাণবিক অস্ত্র কত কিলোটনের, তার ওপরেই নির্ভর করে তার কার্যকারিতা।

pinaka guided weapons system successfully test fired 6de6173a 230a 11ea 95dc bf2b3eebb1f0

স্টকহলম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আরো জানিয়েছে, ভূমি, আকাশ ও জল থেকে পরমাণু হামলা চালানোর উপযোগী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও মান ক্রমাগত বৃদ্ধি করে চলেছে ভারত (India), চীন (China) ও পাকিস্তান (Pakistan)। বিশ্বের মোট নয়টি দেশের পরমাণু অস্ত্র ভান্ডারের খতিয়ান রয়েছে ওই সংস্থার হাতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর