কলার ধরে ছুরি উঁচিয়ে চীনা সৈনিককে চোখ রাঙাচ্ছে ভারতীয় জওয়ান, ভাইরাল হল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় গত বছর চীনের সঙ্গে হওয়া লড়াইয়ে নিজেদের জওয়ানদের মৃত্যুর কথা স্বীকার করার পর চীন একটি ভিডিও জারি করেছে। চীনের দ্বারা জারি করা ওই ভিডিওতে ভারতীয় আর চীনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ স্পষ্ট দেখা যাচ্ছে। চীনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমস ওই ভিডিও জারি করে ভারতীয় সেনার উপর হামলা করার অভিযোগ করেছে।

এর পাশাপাশি ভারতীয় সেনার প্রহারে মৃত চীনা জওয়ানদের ছবি আর ভারতীয় অফিসারদের সঙ্গে হওয়া বাগবিতণ্ডার দৃশ্য দেখানো হয়েছে। যদিও এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত ভারতের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।

চীনের স্টেট মিডিয়া বিশ্লেষক শেন শিবাই ১ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও জারি করেছেন। ওই ভিডিও জারি করে তিনি অভিযোগ করেছেন যে, ভারতীয় জওয়ানরা চীনের এলাকায় অবৈধ ভাবে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। ভিডিওর মাধ্যমে চীন এটা বোঝানোর চেষ্টা করেছে যে, ভারতীয় জওয়ানরা চীনকে উস্কেছে আর চীনের জওয়ানদের উপর হামলা করেছে।

সম্পর্কিত খবর

X