করোনা ভাইরাস রুখতে এবার নোট বাতিলের সিদ্ধান্ত নিল চীন সরকার, হাঁটল মোদী সরকারের রাস্তায়

বাংলাহান্ট ডেস্কঃ মোদী সরকারের পথে এবার হাঁটতে চলেছে চীন (China)। বাতিল করা হচ্ছে সমস্ত পুরনো নোট। করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। যাতে স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়িয়ে না পড়ে সেই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে জানানো হয়, খুব দ্রুততার সঙ্গে এবং সতর্কতার সঙ্গে এই কাজ করা হবে। নোট বাতিল হওয়ার জন্য সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেই দিকটাতেও খেয়াল রাখা হচ্ছে।

IMG 20200219 084216

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারফত গ্লোবাল হেল্থ এমার্জেন্সির রিপোর্টে এই মারণ রোগের আক্রমণে চিনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬০০ জন। চীনের ৩১টি রাজ্যে এখন পর্যন্ত ৬৬ হাজার ৪৯২ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১১ হাজার ৫৩ জন। চিনের বাইরে এই ভাইরাস প্রায় ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে।

গত বছরের ডিসেম্বরে প্রকাশ ঘটা এই মারণ রোগ কথা বলার মাধ্যমে, স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বলে মনে করা হয়। তাই এই রোগের ছড়িয়ে পড়া রুখতে নোট বাতিলের সিদ্ধান্ত নেয় চীন সরকার। তাই এই রোগের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ২০১৬ সালে মোদী সরকারের পথ অবলম্বন করল এবার চীন। তৎকালীন সময়ে জাল নোটের প্রভাব রুখতে মোদী সরকার বাজার থেকে ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল করে নতুন দু’হাজার ও পাঁচশো টাকার নোট আনেন বাজারে। তিনি মনে করেছিলেন এতে করে কিছুটা হলেও জালনোটের প্রভাব কম পড়বে।

সূত্রের মাধ্যমে জানা যায় ইতিমধ্যেই ৪০০ কোটি ইউয়ান (চিনা মুদ্রা) নতুন করে ছাপানো হয়ে গেছে। এই নতুন নোট গুলোতে প্রথমে অতিবেগুনি রশ্মি দিয়ে বিশেষ ভাবে জীবাণুমুক্ত করা হবে। তবে তার আগে পুরনো সমস্ত নোট সংগ্রহ করে নেওয়া হবে। যাতে করে হাতের স্পর্শের মাধ্যমে এই রোগ ছড়িয়ে না পড়ে সেই দিকে খেয়াল রাখার জন্য এই পদ্ধতি গ্রহণ করে চীন সরকার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর