বাংলা হান্ট ডেস্কঃ শিনজিয়াং প্রান্তে উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের পর চীন (China) এবার চীনা মুসলিমদের (Chinese Muslims) বিরুদ্ধে আরও একটি বড় অভিযান শুরু করেছে। এবার চীনে থাকা মসজিদের উপরের গুম্বজ আর মিনার ভাঙার অভিযান চালিয়েছে জিনপিং প্রশাসন। চীনের শাসকদের মতে, ওই মসজিদ গুলোতে বিদেশি আরব ঐতিহ্যর ঝলক রয়েছে, এই কারণে গুম্বজ আর মিনার ভাঙার দরকার।
China removes minarets, domes, Islamic symbols from mosques under 'sinicization' movement https://t.co/qzu9c5FgQq
— Republic (@republic) October 26, 2021
NPR ওয়েবসাইট অনুযায়ী, চীন দেশের বিভিন্ন প্রান্তে লাগাতার মুসলিমদের উপর নির্যাতন চালিয়েই যাচ্ছে। এবার দেশের সবথেকে বড় প্রান্ত হেনানে (Henan) হুই মুসলিমদের (Hui Muslim) উপর নির্যাতন শুরু করেছে চীন সরকার। হেনানের মোট জনসংখ্যা প্রায় ১১ কোটি। আর সেখানে মুসলিমদের সংখ্যাও অনেক। সেখানকার মুসলিমরাও বাকি দেশের মতো তাঁদের মসজিদে উঁচু উঁচু মিনার আর বিভিন্ন রঙের গুম্বজ বানিয়ে রেখেছে।
China is removing the domes from thousands of mosques. Authorities say the domes are evidence of foreign religious influence and are taking them down as part of a push to make historically Muslim ethnic groups more traditionally Chinese.https://t.co/AcpFgAj7Ol
— NPR (@NPR) October 24, 2021
চীনের সাংস্কৃতিক মন্ত্রক দেশকে এক করার নামে ওই মসজিদের উপর থেকে গুম্বজ আর মিনার ভাঙার কাজ শুরু করেছে। তবে চীন সরকার এই কাজ নিজে করছে না, তাঁরা মসজিদ কর্তৃপক্ষকে চাপ দিয়ে তাঁদের দিয়েই এই কাজ করাচ্ছে। এরফলে বিশ্বের কেউই মসজিদের উপর থেকে মিনার আর গুম্বজ ভাঙার দায় চীন সরকারের উপর ফেলতে পারবে না। রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত অজস্র মসজিদ থেকে মিনার আর গুম্বজ ভেঙে ফেলেছে চীন।
No domes, no minarets: How China is removing Arab-style features from mosques to make them appear more "Chinese"https://t.co/1DnbIq1caT
— WION (@WIONews) October 25, 2021
রিপোর্ট অনুযায়ী, চীনের লাগাতার চাপের কারণে হুই মুসলিমরা এখন ইসলামের চীনা ভার্সন আপন করে নিয়েছে। এর মানে এই যে, তাঁরা এখন ইসলামের সেই আয়াত আর হাদিস পড়বে যেটা চীন দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত কোরআনে লেখা রয়েছে। হুই মুসলিমরা কনফুসিয়াস আর মাওবাদ ও আপন করে নিয়েছে। তাঁরা এখন চীনের ‘হান বংশ”-র মানুষদের মতোই নিজেদের ধার্মিক অনুষ্ঠানে ধুপকাঠি জ্বালায়।