রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ককে ভয় পাচ্ছে চিন! সীমান্ত বিবাদের মাঝে বলল ‘ভারত একটি উদীয়মান শক্তি’

বাংলাহান্ট ডেস্ক: সীমান্ত বিবাদের মধ্যেই ভারতকে (India) নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল চিন (China)। ভারতকে উদীয়মান শক্তি বলে মন্তব্য করলেন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। একইসঙ্গে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক মজবুত করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি, রাশিয়ার সঙ্গে আরও ভাল ও শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করেছেন তিনি। 

চিন, রাশিয়া এবং ভারত হল বিশ্বের তিনটি উদীয়মান দেশ যাঁদের বাকি বিশ্বে ব্যাপক প্রভাব রয়েছে। এমনই মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। মঙ্গলবার টুইট করে মাও নিং বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করে বহুপাক্ষিকতাকে রক্ষা করতে পারে চিন, ভারত ও রাশিয়া। একইসঙ্গে যৌথভাবে বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করে পশ্চিমী দুনিয়াকে একটি ইতিবাচক সঙ্কেত পাঠাতে পারে।’

putin modi jinping

 তিনি আরও বলেছেন, চিন এবং রাশিয়া নতুন সম্পর্ক গড়ে তোলার কাজ করছে। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহযোগিতা সহ এই কাজ করছে তারা। এই দ্বিপাক্ষিক সম্পর্ক কোনও তৃতীয় পক্ষকে নিশানা করার জন্য নয় বলেও জানিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ। কূটনৈতিক মহল মনে করছিল যে চিন-রাশিয়া সম্পর্কের জন্য প্রভাবিত হবে ভারত-রাশিয়া সম্পর্ক। 

কিন্তু চিন নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ভারতের কাছে। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে দুই দেশের মধ্যে একাধিক জরুরি বিষয়ে চুক্তি হয়েছে বলে খবর। সূত্রের খবর, রাশিয়া ও চিনের সম্পর্কের একটি ব্লুপ্রিন্ট তৈরি করেছেন জিনপিং ও পুতিন। অন্যদিকে, মঙ্গলবার রাশিয়ার নতুন বিদেশ নীতিতে পুতিন বলেছেন, ভারত ও চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করার কথা। 

প্রসঙ্গত, ঠাণ্ডা যুদ্ধের সময়েও ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই মজবুত ছিল। ভারত ও রাশিয়া দু’দেশই এই সম্পর্ককে অনন্য বলে মনে করে। মূলত পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ভারত ও রাশিয়ার সম্পর্ক। রাজনীতি, প্রতিরক্ষা, অসামরিক পরমাণু শক্তি, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা এবং মহাকাশ প্রকল্প। সম্প্রতি দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ করল। 

Subhraroop

সম্পর্কিত খবর