পাশে নেই ভারত! জলের হাহাকার মলদ্বীপে, মইজ্জুর ‘গুড বুকে’ থাকতে সাহায্য করল এই দেশ

বাংলাহান্ট ডেস্ক : এবার পানীয় জল পাঠিয়ে মলদ্বীপের (Maldives) উপর নতুন ভাবে জাঁকিয়ে বসতে চাইছে চীন (China)। সূত্রের খবর, ১৫০০ টন পানীয় জল তিব্বত থেকে মলদ্বীপে পাঠিয়েছে চীন। মার্চ মাসের পর এই নিয়ে দ্বিতীয় বার চীন তিব্বতের হিমবাহ থেকে জল বার করে পাঠাল মলদ্বীপে। চীন ঘনিষ্ঠ মোহাম্মদ মুইজ্জু মলদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে নতুন উচ্চতায় গেছে চীন ও মলদ্বীপের সম্পর্ক।

১৫০০ টন জলের চালানটি মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামিরের কাছে হস্তান্তর করেছেন মালেতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন। মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির টুইটারে লেখেন, ১৫০০ টন জল শিজাং (তিব্বত) স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণের কাছ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা। চীনের পক্ষ থেকে এর আগে মার্চ মাসে ১৫০০ টন জল পাঠানো হয়েছিল।

   

আরোও পড়ুন : টাকা তুলতে আর যেতে হবে না ATM! বাড়ি বসেই পেয়ে যাবেন, কীভাবে? জানুন

মলদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, পানীয় জলের যে চালানটি পাঠানো হয়েছে তা জল সংকটে থাকা মলদ্বীপকে অনেকটাই সাহায্য করবে। রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন টুইটারে লিখেছেন,  ‘শিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে দান করা ৫১০০ মিটার উচ্চ হিমবাহের প্রিমিয়াম জল পাহাড় এবং সমুদ্রের মধ্য দিয়ে মালেতে পৌঁছতে দেখে খুব আনন্দ লাগছে। এটি চীন ও মলদ্বীপের জনগণের মধ্যে গভীর বন্ধুত্ব এবং তিব্বতের জনগণের মহানুভবতাকে প্রতিফলিত করে।’

China will provide relief to the debt-ridden Maldives.

তিব্বত থেকে পানীয় জল পাঠিয়ে চীন সোশ্যাল মিডিয়ায় ঢালাও প্রচার করছে ঠিকই, কিন্তু একটা সময় নিঃশব্দে ভারত পানীয় জলের সরবরাহ করেছে মলদ্বীপকে। ২০১৪ সালে মলদ্বীপে তীব্র জল সংকট দেখা দেওয়ার পর অপারেশন নীরের মাধ্যমে ভারত মলদ্বীপে পানীয় জল পৌঁছে দিয়েছিল। এরপরেও আইএনএস দীপক এবং আইএনএস শুক্লাযও ২০০০ টন পানীয় জল সরবরাহ করেছিল মলদ্বীপকে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর