বাংলা হান্ট ডেস্ক: মুসলিম শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করে রাখার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। তাছাড়া শিনজাং প্রদেশের এক বিশাল ক্যাম্পে লক্ষাধিক মুসলিম কে আটক করে রাখার খবর পাওয়া গেছে।
একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, প্রায় ৪০০ শিশু নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে কোন একটি ক্যাম্পে আটকে রাখা হয়েছে।
মুসলিম শিশুদের পরিবার থেকে আলাদা করছে চীন
![b3594 images 6 1 b3594 images 6 1](https://banglahunt.com/wp-content/uploads/2019/07/b3594-images-6-1.jpeg)
সম্পর্কিত খবর