চীনের সুকৌশলী আক্রমন! ঝিমিয়ে নেই ভারত সরকার,তৎপর ভারতীয় নৌসেনারাও

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক : এডেন উপসাগরে জলদস্যু দমনের নামে ভারত মহাসাগর অঞ্চলে কৌশলে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে যে তথ্যপ্রমাণ এসেছে তাতে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। ভারত এ নিয়ে খুবই উদ্বিগ্ন। যদিও চীনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ভারত মহাসাগরে ভারতীয় বিশেষ ব্যবসায়িক এলাকা (এক্সক্লুসিভ ইকোনমিক জোন) ও আঞ্চলিক জলসীমার কাছাকাছি চীনা যুদ্ধজাহাজগুলোকে ঘোরাফেরা করতে দেখেছে নৌবাহিনী। ভারতের পি-৮১ অ্যান্টি সাবমেরিন নজরদারি বিমানের মাধ্যমে এর ছবিও পাওয়া গেছে।

চীনের ৭ যুদ্ধজাহাজ ভারত মহাসাগরে ভারতীয় জলসীমা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে টহল দিচ্ছে সাতটি চীনা যুদ্ধজাহাজ।সেই যুদ্ধজাহাজগুলোর ছবি ধরা পড়েছে ভারতীয় নৌবাহিনীর নজরদারি বিমানে। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।

কিছুদিন আগেই একটি ঘটনা ঘটেছে, পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে ভারত ও চীনের বিতর্কিত সীমান্ত এলাকায় দুদেশের সেনাদের মধ্যে হাতাহাতি ও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে বলে ভারতীয় কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।

লাদাখের প্যাংগং লেকের ধারে যখন এ ঘটনা ঘটল, তখন হিমালয়েরই আরও পূর্ব দিকে ভারত, ভুটান ও চীনের সীমানা যেখানে মিশেছে সেই ডোকলাম উপত্যকায় গত দুমাস ধরে ভারত ও চীনের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা চলছে।

তবে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা যাচ্ছে, প্যাংগং লেকের ধারে মঙ্গলবার যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বহু বছরের মধ্যে তার কোনও নজির নেই।

সম্পর্কিত খবর

X