বাংলা হান্ট ডেস্ক: এবার আরও একটি চমকপ্রদ নজির গড়ল চিন (China)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনা স্টার্টআপ কোম্পানি Betavolt বিশ্বের প্রথম নিউক্লিয়ার ব্যাটারি (Nuclear Battery) তৈরি করেছে। পাশাপাশি, কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই ব্যাটারি স্মার্টফোনে লাগানো থাকলে সেই স্মার্টফোনটিকে 50 বছর চার্জ করতে হবে না।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Betavolt-এর এই নিউক্লিয়ার ব্যাটারিটি পারমাণবিক শক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যার একটি মুদ্রার চেয়েও ছোট মডিউল রয়েছে। এই ব্যাটারি নিউক্লিয়ার আইসোটোপের রিলিজের ওপর ভিত্তি করে ইলেকট্রিসিটি প্রোডিউস করে। কোম্পানির দাবি, এটি নেক্সট জেনারেশনের ব্যাটারি। যা বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা শেষ হলে ব্যাটারিটি স্মার্টফোন এবং ড্রোন ইত্যাদিতে ব্যবহার করা যাবে।
কোন কোন ডিভাইসে ব্যবহার করা যাবে: স্টার্টআপ কোম্পানি দাবি করেছে যে, এটি মাল্টিপল সিনারিওতে লং লাস্টিং পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এই ব্যাটারি অ্যারোস্পেস, AI ডিভাইস, মেডিক্যাল ডিভাইস, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো রোবটের পাশাপাশি স্মার্টফোনে ব্যবহার করা যেতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই নতুন ব্যাটারি টেকনোলজি আগামী কয়েক বছরে ব্যাপক চাহিদার সম্মুখীন হতে পারে।
আরও পড়ুন: কড়া পদক্ষেপ কেন্দ্রের! নীরব মোদী, বিজয় মাল্যকে ভারতে ফেরাতে একযোগে ব্রিটেন যাচ্ছে ED-CBI-NIA
চমকে দেবে ফিচার্স: জানিয়ে রাখি, Betavolt-এর এই ব্যাটারি 100 মাইক্রোওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। 3V-এর এই ব্যাটারির আকার হল 15 x 15 x 15 কিউবিক মিলিমিটার। এই কোম্পানিটি 2025 সালের মধ্যে 1V-এর ব্যাটারিও তৈরি করবে। মূলত, ব্যাটারির আকার যত ছোট হবে, তত বেশি শক্তি উৎপাদন করবে। কোম্পানির অনুমান অনুযায়ী, ফোনে এই ব্যাটারি ইনস্টল করার পরে, সেটি আর কখনও চার্জ করার প্রয়োজন হবে না। শুধু তাই নয়, ড্রোনে এই ব্যাটারি বসানোর পর সেটিকে সবসময় ওড়ানো যাবে।
আরও পড়ুন: শত্রুদেশের ঘুম ওড়াবে আকাশ মিসাইল! কম উচ্চতায় উড়েও নিকেশ করবে শত্রুঘাঁটি, সফল হল পরীক্ষা
এই নিউক্লিয়ার ব্যাটারির বিশেষ বিষয় হল, এটি মাইনাস 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও কাজ করতে পারবে। মূলত, এই ব্যাটারিতে তেজস্ক্রিয় পদার্থ হিসেবে নিকেল-63 ব্যবহার করা হয়েছে। তবে, এই ব্যাটারির কমার্শিয়াল ব্যবহার নিয়ে সন্দেহ রয়েছে। পারমাণবিক বিক্রিয়ার কারণে এতে বিকিরণের ঝুঁকি থাকবে।