মোদীর চাপে এবার চীনও ধমক দিলো ইমরান খানকে, বললো কাশ্মীর মামলা নিজেরা সামলাও !

Published On:

ইমরান খানকে কটূক্তি চিনের, জম্মু ও কাশ্মীরকে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের পরামর্শ ! চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যে কতটা মধুর তা প্রমাণিত হয়েছে বারবার৷ কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের পর থেকেই যেভাবে বারবার পাকিস্তানের পাশেই বিভিন্ন ইস্যুতে চীন দাঁড়াচ্ছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাতে চীন ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কারোরই সন্দেহের অবকাশ নেই৷ ইতিমধ্যেই বন্ধু দেশ চিনে দুদিনের সফরে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আসলে পাকিস্তানের মাটিতেই চীন যে অর্থনৈতিক করিডর গড়ছে তাঁর কাজের গতিপ্রকৃতি ফিরিয়ে আনতেই এই চিন সফর ইমরান খানের৷

এ বার সফররত পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে এবং জাতিসংঘের সনদ ও সুরক্ষা কাউন্সিলের প্রস্তাব সমূহের বিষয় উল্লেখ করে মঙ্গলবার কাশ্মীর সমস্যা সমাধান এবং সমস্ত বিরোধের নিষ্পত্তি করার জন্য দ্বিপক্ষীয় পথ অবলম্বনের পরামর্শ দেয় চীন৷ মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের কাশ্মীর ইস্যু সহ সমস্ত ইস্যুতে তাঁরা জড়িত থাকবে এবং পরামর্শও দেবে, শুধুমাত্র পাকিস্তানের হয়ে নয় যে হেতু কাশ্মীর ইস্যু দুই দেশের স্বার্থ এবং আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত তাই এই বিষয়ে মাথা গলাতে চাইছে চীন৷

চিনের তরফ থেকে এই বিবৃতি প্রেসিডেন্ট জিনপিংয়ের 11-13 অক্টোবরের মধ্যে ভারত সফরের ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে৷ অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাশ্মীর উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের পর চীন সফর করেছিলেন, তখনও চীনের পক্ষ থেকে জাতিসংঘের সনদ এবং জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের প্রাসঙ্গিক প্রস্তাব সমূহের ওপর ভিত্তি করেই পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমেই কাশ্মীর ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধানের কথা বলা হয়েছিল৷ তাই মঙ্গলবার আরও একবার চীন নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ভাবে দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যা মেটানোর পরামর্শ দিল৷

তাই কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে বা তৃতীয় পক্ষের ভূমিকায় থাকা উচিত হবে না বলে মনে করছে চীন৷ তবে কাশ্মীর ইস্যুতে হঠাত্ বেজিংয়ের অবস্থান পরিবর্তন প্রসঙ্গে জিংপিংয়ের ভারত সফর বাতিল হওয়ার সম্ভাবনাকেই দেখছেন পর্যবেক্ষকরা৷ একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে চীনের নরম হওয়াকে ভারতের বিরুদ্ধে কাশ্মীর নিয়েই এক কড়া পদক্ষেপের ধাপ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল৷

X