বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় বায়ুসেনা ইস্টার্ন ফ্রন্টে ৫৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উড়ন্ত একটি চিনের (China) গুপ্তচর বেলুনের মতো একটি বেলুনকে গুলি করে নামিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর তরফে এই অভিযান চালানো হলেও এবার সেই তথ্য সামনে এসেছে। সূত্রগুলি অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় বায়ুসেনা যে বেলুনটি গুলি করে নিচে নামিয়েছে তার আকার গত বছর মার্কিন বিমান বাহিনীর দ্বারা গুলি করা গুপ্তচর বেলুনের তুলনায় ছোট ছিল। গত বছর, মার্কিন বিমান বাহিনী একটি চিনা গুপ্তচর বেলুনকে গুলি করার জন্য একটি F-22 র্যাপ্টর যুদ্ধবিমানের ব্যবহার করেছিল।
চিনের (China) গুপ্তচর বেলুন:
২০২৩ সালের গোড়ার দিকে, US এয়ার ফোর্স তার F-22 র্যাপ্টর বিমানের সাহায্যে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি চিনা (China) গুপ্তচর বেলুনকে গুলি করে নিচে নামায়। প্রাথমিক তদন্তে জানা যায় যে, আমেরিকার ওপর দিয়ে উড়ে আসা ওই বেলুনটি চিন থেকে এসেছিল এবং সেটিতে উচ্চ রেজোলিউশনের ক্যামেরা লাগানো ছিল। তবে, আমেরিকার এই দাবি প্রত্যাখ্যান করে চিন।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উড়েছে বেলুন: ভারতীয় বায়ুসেনা যে বেলুনটি গুলি করে তা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে উড়েছিল। অনুমান করা হচ্ছে যে, এই বেলুনগুলি একটি বিশাল এলাকা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়। এটাও আলোচনায় রয়েছে যে ওই চিনা (China) গুপ্তচর বেলুনে স্টিয়ারিং মেকানিজম রয়েছে যা তারা তাদের পছন্দের ক্ষেত্রগুলিতে নজর রাখতে ব্যবহার করে।
আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! কোন কোন দেশে খেলা হবে এশিয়া কাপ? সামনে এল বড় তথ্য
বিমান বাহিনীর অভিযান সহজ ছিল না: রাফালে যুদ্ধবিমান ব্যবহার করে ইস্টার্ন এয়ার কমান্ড এলাকায় উড়ন্ত ওই বেলুনটিকে গুলি করে ভারতীয় বায়ুসেনা তার সক্ষমতা প্রমাণ করেছে। এই অপারেশনটি সহজ ছিল না। কারণ বেলুনটি ৫৫,০০০ ফুটের বেশি উচ্চতায় উড়ছিল। বায়ুসেনার এই প্রচেষ্টা ভারতের সামর্থ্যকে আরও একবার প্রমাণিত করেছে।
আরও পড়ুন: আমূল করল বাজিমাত! ভারত, আমেরিকা কাঁপিয়ে এবার ইউরোপের বাজারে নিতে চলেছে “এন্ট্রি”
চিন গুপ্তচর বেলুনটির বিষয়টি অস্বীকার করেছে: চিনা বেলুনে গুলি করার পরে, আমেরিকা এবং চিনের (China) মধ্যে আকাশের পর্যবেক্ষণ কর্মসূচি নিয়ে তীক্ষ্ণ অভিযোগ এবং পাল্টা অভিযোগ শুরু হয়। আমেরিকার কঠোর অবস্থানের পরে, চিনও একটি স্পষ্টীকরণ নিয়ে এসেছিল। যেখানে তারা বলেছিল, আমেরিকার ওপর দিয়ে উড়ে আসা বেলুনটি গুপ্তচরবৃত্তির জন্য ছিল না। বরং, সেটি ভুলবশত আমেরিকার আকাশসীমায় প্রবেশ করেছে। পাশাপাশি, এটাও জানানো হয় যে গবেষণার উদ্দেশ্যে বেলুনটি উড়েছিল যেটি খারাপ এবং আবহাওয়ার কারণে আমেরিকার ওপর দিয়ে গিয়েছিল।