মুখ ফিরিয়েছে আমেরিকা! বাংলাদেশিদের “বাঁচাতে” এবার বিরাট অ্যাকশন চিনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার আর্থিক অনুদান বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছে বাংলাদেশ (Bangladesh)। তবে এরই মধ্যে ‘প্রকৃত বন্ধু’ হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়াল চিন (China)। বাংলাদেশের নিকটবর্তী চিনা শহর কুনমিংয়ে ৩টি হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল।

বাংলাদেশের (Bangladesh) পাশে চিন

ভিসা সংক্রান্ত জটিলতার জন্য বাংলাদেশের (Bangladesh) যে রোগীরা ভারতে এসে চিকিৎসা করাতে পারছিলেন না, তাঁরাই এবার কুনমিংয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন খুব সহজেই। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্বাস্থ্য সহ একাধিক বিষয় নিয়ে সাহায্যের জন্য গিয়েছিলেন চিন সফরে।

আরো পড়ুন : “ভারতের ম্যাপ আঁকা যাবে না….”, এবার সব সীমা ছাড়ালেন “দাম্ভিক” ইউনূস

সেখানেই মিলেছে এই আশ্বাস। ইউনানের ডেপুটি গভর্নর বেজিং গিয়েছিলেন তৌহিদ হোসেনের সাথে বৈঠক করতে। সেই বৈঠকেই বাংলাদেশিদের জন্য কুনমিংয়ে ৩টি হাসপাতালে নির্দিষ্ট করে দেওয়ার আশ্বাস মিলেছে চিনের তরফে। এমনকি রবিবার তৌহিদ জানান, বাংলাদেশে হাসপাতাল তৈরি করতে ইচ্ছুক চিন।

China step for Bangladesh

ঢাকার কাছে সরকারি জমিতে হাসপাতাল নির্মাণের ব্যাপারে কথাবার্তা হয়েছে চিনের আধিকারিকদের সাথে। এমনকি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তৃতীয় শ্রেণীর হাসপাতাল তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে দুই পক্ষের। বাংলাদেশ জামাত ইসলামী এই আবহে ভূয়সী প্রশংসা করেছে চিনের (China)।

আরোও পড়ুন : তিনিই সইফের হামলাকারী! পুলিশের একটা “ভুল”এ সর্বস্ব হারালেন যুবক

জামাতের নেতা শফিকুর রহমান রবিবার একটি অনুষ্ঠানে বলেন, ভবিষ্যতে আরো মজবুত হবে চিনের সাথে সম্পর্ক। এমনকি চিনা ভাষা শেখানোর জন্য বেশ কয়েকটি ইনস্টিটিউশন তৈরি করা উচিত বাংলাদেশে। শফিকুরের মতে, এরফলে দুই দেশের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। এমনকি রবিবার এই সভা মঞ্চ থেকে জামাত নেতা শিক্ষা ও প্রযুক্তিগত ক্ষেত্রে চিনের সাহায্যও প্রার্থনা করেছেন।

China step for Bangladesh

প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে বসার পরই বাংলাদেশসহ একাধিক দেশকে আর্থিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছেন ট্রাম্প। মার্কিন মুলুকের এহেন সিদ্ধান্তে বেজায় সমস্যায় পড়েছে বাংলাদেশ (Bangladesh)। তবে এরই মধ্যে চিনের এই ধরনের ‘পাশে থাকার বার্তা’ কিছুটা হলেও অক্সিজেন জোগাচ্ছে ইউনূস সরকারকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X