পেলোসির সফর ঘিরে চটে চীন, তাইওয়ানের আকাশে ২১টি পাঠাল যুদ্ধ বিমান! প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

বাংলাহান্ট ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের (US) প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি (Nancy Pelosi) মঙ্গলবার রাতে তাইপে পৌঁছন। তারপরই তাইওয়ানের (Taiwan) আকাশ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে ২১টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে বলে অভিযোগ তাইপের (Taipei) কর্মকর্তাদের।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি বলেছে, ‘পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২১টি সামরিক বিমান গতকাল রাতে (২ আগস্ট) তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে ঢুকে পরে।’

অপরদিকে চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হাই এলার্ট জারি করেছে। পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে সামরিক প্রতিক্রিয়া জানানো হুমকি দেয় চীন হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘যারা আগুন নিয়ে খেলবে, তাদেরও সেই আগুনে পুড়তে হবে।’

স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীসহ একটি প্রতিনিধিদল নিয়ে এশিয়া সফরে এসেছেন। মালয়েশিয়া থেকে গতকাল রাতে তাঁরা তাইপে এসে পৌঁছান। যদিও পেলোসির সফরের খবর জানার পর থেকেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আসছিল চীন। এ নিয়ে ওয়াশিংটন-বেইজিং-এর মধ্যে চলছে ঠান্ডা লড়াই।

জানা যাচ্ছে, বিগত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে বড় মার্কিন রাজনীতিবিদ হলেন পেলোসি। তবে তাঁর এই সফরে সমর্থন দেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । এদিকে পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ চীন। এই সফরকে যুদ্ধের বড় ধরনের উসকানি বলেই মনে করছে বেইজিং।

এর সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়াও। পুতিনের দেশ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে পেলোসির সফর যথেষ্ট উসকানিমূলক। তাইওয়ানে পৌঁছানোর পরই ট্যুইট করে পেলোসি বলেন, তাঁর প্রতিনিধিদলের সফর ‘তাইওয়ানের গতিশীল গণতন্ত্রের’ প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল প্রতিশ্রুতিকে সম্মানিত করেছে।

পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ান প্রণালিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে উত্তেজনা। ওয়াশিংটন ইতিমধ্যেই তাইওয়ানের উত্তর উপকূলে চারটি যুদ্ধজাহাজ ও একটি বিমানবাহী জাহাজ পাঠিয়েছে।

দীর্ঘদিনের ‘শত্রু’ পেলোসির এই সফর নিয়ে যথেষ্ট মাথা ব্যাথা রয়েছে চীনের। তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলেই মনে করে বেইজিং। কিন্তু তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র মনে করে। আর দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

জানা যাচ্ছে, চীনের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ থেকে বাইডেন প্রশাসন পেলোসির তাইওয়ান সফরে যাওয়া উচিত নয় বলে পরামর্শ দেয়। কিন্তু তা মেনে নেননি ন্যান্সি পেলোসি।

Sudipto

সম্পর্কিত খবর