রীতিমতো অস্বস্থিতে চীন, দিল যুদ্ধের সময় অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত (India) চীন (China) সীমান্তে রোহতাং-এ অটল টানেলের (Atal Tunnel) উদ্বোধন করেছেন। নব নির্মিত এই টানেলের ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী আগের চেয়ে প্রায় ৪ ঘন্টা কম সময়ে মানালি থেকে লে পৌঁছাতে পারবে। কিন্তু এদিকে আবার ভারতের সাফল্যে ঝাল লাগল চীনের। রোহতাং-এ অটল টানেল উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন চীনা রাষ্ট্রপতি জিনপিং।

ভারত চীনের সীমান্ত বিবাদ
বিগত কয়েক মাস ধরে ভারত চীন সীমান্ত উত্তপ্ত হয়ে রয়েছে। পূর্বে ভারতের শত্রু দেশ ছিল প্রতিবেশী পাকিস্তান। কিন্তু বিগত কয়েক মাস যাবত জমি মাফিয়া চীন সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে ভারতের উপর। কোন মতেই তারা সীমান্ত এলাকা থেকে পিছু হটতে নারাজ। তাই ভারতও যুদ্ধের প্রস্তুতি নিতে কোন অংশে ক্ষামতি রাখছে না। যে কোন মুহূর্তে যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে।

অটল টানেল
চীনকে মাত দিতে ভারতের একাধিক অস্ত্রের মধ্যে নব নির্মিত অটল টানেল নিয়ে বেশ কিছুটা চাপে রয়েছে চীন সরকার। এই  অটল টানেলের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই মানালি থেকে লে পৌঁছানো সম্ভব হবে। যার ফলে যুদ্ধ কালীন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী ৪ ঘন্টা কম সময়ে সীমান্ত এলাকায় পৌঁছে যেতে পারবে। কিন্তু চীন সরকার কিছুতেই ভারতের এই সাফল্য মানতে নারাজ। তিনি উল্টে দাবি করেছেন, এই টানেল যুদ্ধের সময় কাজেই লাগাতে পারবে না। তার আগেই তারা নাকি এই টানেল উড়িয়ে দেবে।

চীনের হুমকি
চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, অটল টানেল উড়িয়ে দেওয়ার একাধিক রাস্তা খোলা রয়েছে চীনের কাছে। যদি দুই দেশের মধ্যে শান্তি স্থাপন হয় , তাহলে এই টানেল কাজে লাগাতে পারবে ভারতীয় সেনারা। নাহলে এই টানেল যুদ্ধের সময় কোন কাজে লাগবে না ভারতীয় সেনার। কারণ যুদ্ধের সময় চীন এই টানেল উড়িয়ে দেবে।

চীনের এই হুমকিতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে, ভারতীয় সেনাবাহিনী নিজেদের জায়গায় একদম স্থির রয়েছে। নিজেদের মত করেই প্রতিপক্ষ শত্রুকে নিঃশেষ করতে প্রস্তুত হচ্ছে তারা।

সম্পর্কিত খবর

X