নেপাল থেকে নিজেদের রক্ষা করতে এবার এভারেস্টের চূড়ায় বেড়া দেবে চীন

বাংলা হান্ট ডেস্কঃ তাদের দেশ থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও ভাইরাসের মারণ প্রভাবকে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে চীন। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র নেপাল এখনো করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কাবু। প্রতিদিন সংক্রমিত হচ্ছেন কয়েক হাজার নতুন ব্যক্তি। নেপাল চীন সীমান্তে দাঁড়িয়ে রয়েছে এভারেস্ট। সেই কথা মাথায় রেখেই এবার এভারেস্ট পর্বত চূড়ায় বেড়া দিয়ে চীনা অভিযাত্রীদের বাঁচাতে চাইছে বেজিং। নেপালের দিক থেকে আসা পর্বতারোহীদের চীনের পর্বতারোহীদের থেকে দূরে সরিয়ে রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই বিভাজন রেখা তৈরীর পরিকল্পনা সঠিক হলেও এভারেস্টের মতো মারাত্মক উচ্চতা এবং দুর্গম এলাকায় বেড়া তৈরি কিভাবে সম্ভব তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি চীনের সরকারি সংবাদ মাধ্যমগুলি।

IMG 20210510 175419

২০১৯ সালে চীন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনার মহামারী। কঠোর লকডাউন এবং সীমান্ত সিল করে শেষ পর্যন্ত ভাইরাসের সংক্রমণ আটকাতে সমর্থ হয়েছে তারা। যদিও এখনও ভাইরাসের কবলে বাকি গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারত ও চীন সীমান্তে অবস্থিত ছোট দেশ নেপালও। এভারেস্ট অভিযান শুরু হয় সাধারণত চীন অথবা নেপাল বেস ক্যাম্প থেকে। সম্প্রতি নেপালের বেস ক্যাম্পে অন্তত ৩০ জন করোনা আক্রান্ত হন। তৎপরতার সঙ্গে তাদের বেস ক্যাম্প থেকে নিচে নামিয়ে আনা হয়। চীন অবশ্য বাইরের দেশের অভিযাত্রীদের অনুমতি দেয়নি গত বছর থেকেই। তাই চীনের দিক থেকে এভারেস্ট অভিযানে নেমেছেন যারা তারা সকলেই চীনের নাগরিক। কিন্তু তারা যাতে নেপালি অভিযাত্রীদের সংস্পর্শে না আসেন তার জন্যই এবার এভারেস্ট চূড়ায় বেড়া দেওয়ার পরিকল্পনা করল চীন।

অভিযান জারি রেখেই সংক্রমণ আটকাতে চায় তারা। অন্যদিকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো জর্জরিত নেপাল। তাদের অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটনই। কিন্তু যেভাবে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ তাতে এভারেস্ট অভিযান বন্ধ করা ছাড়া এই মুহূর্তে গতি আছে বলে মনে হয় না। এখন সেই ভাবনায় কপালে ভাঁজ ফেলেছে নেপালের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর