যেমন কথা তেমন কাজ, খেলনা সেক্টরে চিনের ভাত কাড়ল ভারত! আমদানি কমল ৭০ শতাংশ

বাংলাহান্ট ডেস্ক : ‘মেক ইন ইন্ডিয়া অভিযান (Make in India)।’ আজ থেকে কয়েক বছর আগেও এই বিষয়ে কেউ ভাবার সাহসও পেতেন না। তবে ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য কিন্তু সেই স্বাধীনতার পর থেকেই ভারত সরকারের (Indian Government) পরিকল্পনায় নির্দিষ্ট হয়ে আছে। গালওয়ান উপত্যকায় (Galwan Valley) উত্তপ্ত পরিস্থির কথা মাথায় রেখে চিনের তৈরি জিনিস বর্জন করা শুরু হয়। এবার সেই লক্ষ্যে ভারত এগিয়ে গেল আর এক ধাপ। ভারতের বাজারে ৪০ শতাংশেরও বেশি খেলনা চিন থেকে আসে। এবার খেলনার এই বিরাট বাজারেই আঘাত করলো ভারত।

ভারতে খেলনা তৈরির উদ্যোগ খুব দ্রুত কাজ করছে। মাত্র তিন বছরের মধ্যেই চিন থেকে আমদানি করা খেলনার পরিমাণ প্রায় ৭০ শতাংশ হ্রাস পেয়েছে। যা ভারতের জন্য এক বিরাট বড় সাফল্য। বিগত তিন বছরে ভারতের খেলনা শিল্পে প্রায় ৬১ শতাংশ বৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী পীযুষ গোয়েল (Piyush Goyal) বলেন, ‘কি দারণ পরিবর্তন! তিন বছরে খেলনা আমদানি কমেছে ৭০ শতাংশ। দেশের উৎপাদন বেড়েছে প্রায় ৬১ শতাংশ। ভোকাল ফর লোকাল ভারতের খেলনা তৈরির ক্ষেত্রকে বদলে দিয়েছে।’

প্রসঙ্গত, দু’বছর আগেই ‘মন কী বাত’ (Man Ki Baat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় খেলনা তৈরির বিষয়ে উৎসাহ দেন। তিনি বলেন, ‘ভারতের খেলনার বাজার ছেয়ে আছে চিনা দ্রব্যে। আমাদের উচিত ভারতে যত বেশি সম্ভব খেলনা প্রস্তুত করা। ভারতকে আত্মনির্ভর হতে হবে।’

Narendra Modi 8

গালওয়ান উপত্যকার অশান্তির পর ভারতে যে চিন বিরোধী মনোভাব তৈরি হয় তাকে কাজে লাগিয়েই খেলনার বাজার শক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। এই প্রচেষ্টাকে আরও উৎসাহ দেওয়ার জন্য ‘দ্যা ইন্ডিয়া টয় ফেয়ার ২০২১’ (The India Toy Fair 2021) আয়োজন করা হয়। সেখানে প্রায় ১০০০-র ও বেশি খেলনা প্রস্তুতকারক সংস্থা অংশ নেয়। মোদি সরকারের পরিকল্পনা যে অনেকাংশেই সফল তা পরিসংখ্যানই বলে দিচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর