সব হিসাব গুলিয়ে দিচ্ছে China! সীমান্তে ধরা পড়ল নতুন ধরনের চীনা ঘাঁটি, চাপ বাড়বে কী ভারতের?

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ভারতের সীমান্ত রেখায় দেখা মিলল চীনা (China) ঘাঁটির। ভারতের সামরিক বাহিনীর একটি সূত্র দাবি করছে, চীন নতুন একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারতের লাদাখের কাছে প্যানগং হ্রদের উত্তর দিকে। স্যাটেলাইটে তোলা ছবির সূত্র ধরে এমনটাই দাবি ভারতীয় সামরিক বাহিনীর।

নয়া চাল চীনের (China)

বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, চীনের (China) তৈরি এই নতুন সামরিক ঘাঁটি অন্যান্য ঘাঁটিগুলির থেকে অনেকটাই আলাদা। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চীন এর আগেও ঘাঁটি নির্মাণ করেছে লাইন অব অ্যাকচুয়াল কনট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণরেখার চীনা অংশে। তবে চীনের তৈরি নতুন সামরিক ঘাঁটি এগুলির মতো নয়।

China

প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ৩৬ কিলোমিটার পূর্বে অবস্থান করছে চীনের নতুন সামরিক ঘাঁটি। এর আগে চীন (China) একটি সেতু নির্মাণ করে প্যানগং হ্রদের কাছেই। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে, নতুন এই সামরিক ঘাঁটিটি প্যানগং হ্রদের নিকটস্থ সেতুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে ৭০ জনের মতো থাকার জায়গা রয়েছে।

আরোও পড়ুন : মাথায় বাজ! বহুদিন জেলবন্দি, এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বড় খবর

এই ঘাঁটি তৈরি করা হয়েছে অনেকখানি জায়গা জুড়ে।স্যাটেলাইটে ধরা পড়া ছবি অনুযায়ী ধারণা করা হচ্ছে এই ঘাঁটিতে দুই ধরনের মানুষ থাকতে পারেন। চীনা সেনা ও নির্মাণ শ্রমিকদের থাকার সম্ভাবনা রয়েছে এখানে। এছাড়াও ছবিতে ধরা পড়েছে এই ঘাঁটিতে রয়েছে বিভিন্ন সরঞ্জাম। 

China spy balloons were flying over India.

এই ঘাঁটির প্রতিটি ঘরে ৬-৮ জন করে ব্যক্তি থাকতে পারে বলে দাবি করা হয়েছে। এছাড়াও এখানে থাকতে পারে ১০ টন ওজনের সরঞ্জাম। ভারতীয় সামরিক বিশেষজ্ঞরা অনুমান করছেন এই চীনা (China) ঘাঁটিতে থাকতে পারে গোলা ও কামান। এছাড়াও এই ছবিতে ক্রেনের দৃশ্যও ধরা পড়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর