বিধ্বংসী বন্যায় নদীতে ভেসে যাচ্ছে বাড়ি, ওই পাঁচতলা বাড়ির ছবি ঘিরে তোলপাড় চিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : চিনে বিধ্বংসী বন্যায় ভেঙে যাচ্ছে একের পর এক ইমারত।তবে এবার প্রকাশ্যে এল এক্কেবারে অন্য ধরনের বিষয়, ছবিতে দেখা যাচ্ছে নদীতে ভেসে চলেছে আস্তে একটা পাঁচতলা বাড়ির।যা দেখে তাজ্জব নেটিজেনরা ৷

ঘটনাটি আসলে হল চিনের ইয়াংসি নদীতেই দেখা গিয়েছে ভাসমান ওই বাড়ি। জানা যায় আসলে ওটি একটি ক্রুজ। ওইভাবে নকশা করা হয়েছে। সেখানে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ। অবশ্য চিনে এই ভাসমান রেস্তোরাঁ নতুন কিছু নয়। জানা যায় ভাসমান এই রেস্তোরাঁ ইয়াংসি নদীকে দূষণের থেকেও রক্ষা করে।

সম্পর্কিত খবর

X