তালিবানের পাশে দাঁড়াল চিন! আফগানিস্তানে তেল উত্তলনে বিনিয়োগের চুক্তি ড্রাগনের দেশের

বাংলা হান্ট ডেস্ক : আফগানিস্তানে এখন চলছে তালিবানি শাসন। ২০২১ সালের আগস্টমাসে আফগানিস্তান (Afghanistan) দখল করে তালিবান (Taliban)। আন্তর্জাতিক রাজনীতিতে প্রাধান্য পেতে পেতে মরিয়া তারা। তবু বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়েই রেখেছিল। আসেনি কোনও আন্তর্জাতিক বিনিয়োগও। কিন্তু এবার আফগানদের পাশে এসে দাঁড়াল চিন। আফগানিস্তানের আমু দরিয়া অববাহিকায় তেল উত্তোলনের জন্য চিনের একটি সংস্থার সঙ্গে চুক্তি হল তালিবানের।

চুক্তি স্বাক্ষরের সময় আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বরাদরের পাশে দেখা গিয়েছে চিনা রাষ্ট্রদূত ওয়াং ওয়াইকে। তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম তিন বছরে ৫৪০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চিন। সব মিলিয়ে অন্তত ১ হাজার থেকে ২০ হাজার টন তেল নিষ্কাষণ করার পরিকল্পনা করা হয়েছে তাঁদের।এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আফগানরা। আফগানিস্তানের আর্থিক অবস্থা অনেক আগে থেকে দূর্বল হয়ে পড়েছিল। কোমায় চলে যাওয়া এই অর্থনীতিকে নতুন করে জেগে ওঠার অক্সিজেন দেবে এই চুক্তি সেই আশাতেই রয়েছে তালিবান।

taliban 4

গত বছর আগস্ট মাসে আফগানিস্তান দখল করেছিল তালিবান। নতুন করে সেদেশে শুরু হয় অন্ধকার যুগ। অবশ্য ক্ষমতা দখলের পরে তারা জানায়, এটা তালিবান ২.০। গতবারের মতো দমন পীড়ন নয়, বরং সাধারণ আফগান বিশেষ করে নারীদের স্বাধীনতা রক্ষার জন্যই কাজ করবে তাঁরা। কিন্তু তা ছিল তাঁদের শুধু মুখের কথাই।

শাসন ক্ষমতা দখলের পর থেকেই ধীরে ধীরে নিজেদের রং দেখাতে শুরু করেছে তালিবান। বিভিন্ন অপরাধে হাত-পা কেটে ফেলা, শিরশ্ছেদের মতো শাস্তির পক্ষে মত দিতে শুরু করেছে জেহাদি নেতৃত্ব। ভরা স্টেডিয়ামে বেত মারা হয়েছে পরকীয়া থেকে চুরি নানা অভিযোগে অভিযুক্ত অপরাধীদের। এরই সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংস হয়েছে দেশের অর্থনীতিও। ধুঁকতে থাকা এই আফগানিস্তানের পাশে এবার দাঁড়াল ড্রাগনের দেশ।

Sudipto

সম্পর্কিত খবর