বাংলা হান্ট ডেস্কঃ চীনের (China) প্রধান রাজনৈতিক বিদ্যালয়ের প্রাক্তন প্রোফেসর রাষ্ট্রপতি শি জিনপিংয়ের (Xi Jinping) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির “সেন্ট্রাল পার্টি স্কুল” এ গণতান্ত্রিক রাজনৈতিক প্রোফেসর থাকা কাই শিও (Cai Xia) অভিযোগ করে বলেছেন যে, এবার নিজের দলেই বিরোধিতার সন্মুখিন হচ্ছেন জিনিপিং। জানিয়ে দিই, একদা জিনপিং এই সেন্ট্রাল পার্টি স্কুলের প্রধান ছিলেন।
China's Xi Jinping facing widespread opposition in his own party, insider claims https://t.co/G3MF2fBH0O
— Benedict Rogers 羅傑斯 (@benedictrogers) August 18, 2020
theguardian.com কে দেওয়া একটি সাক্ষাৎকারে কাই শিও রাষ্ট্রপতি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন যে, তিনি নিজের দেশকেই বরবাদ করে দিচ্ছেন। কাই শিও জানান, জিনপিং চীনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রাক্তন প্রোফেসর কাই শিও বলেন, চীনের ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি থেকে এখন অনেকেই বেরিয়ে আসতে চাইছেন। এর আগে সোমবার একটি অডিও লিক হওয়ার পর কাই শিওকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল। ওই অডিওতে জিনপিংয়ের কড়া সমালোচনা করছিলেন তিনি।
'He killed a party and a country': a Chinese insider hits out at Xi Jinping https://t.co/gnkznqbNaB
— Guardian World (@guardianworld) August 18, 2020
আরেকদিকে, চীনের সেন্ট্রাল স্কুল একটি বয়ানে বলে, কাই শিও ১৯৯২ সালে প্রোফেসর ছিলেন। ওনার এরকম মন্তব্যে দেশের সন্মান লুণ্ঠিত হয়েছে। আরেকদিকে, কাই শিও বলে আমাকে দল থেকে বহিষ্কার করেছে এটা শুনে আমি খুব খুশি। কাই শিও বলেন, জিনপিংয়ের শাসনে চীনের কমিউনিস্ট পার্টি দেশের উন্নয়নের জন্য কাজ করছে না, তাঁরা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। আমার মতো অনেকেই এখন দল থেকে বেরিয়ে আসতে চাইছে। আমি অনেক বছর আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
China’s Communist Party expels outspoken retired professor over speeches https://t.co/TOZvqgd0GZ
— South China Morning Post (@SCMPNews) August 17, 2020
কাই শিও চীনকে বিশ্বের শত্রু বানানোর জন্য জিনপিংকে দায়ি করেছেন। কাই শিও বলেন, সমস্ত প্রতিবাদ সত্ত্বেও লোকেরা কথা বলে না কারণ তারা ভয় করে যে তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হতে পারে বা তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে পারে। উনি বলেন, যেহেতু জিনপিং এর তদন্ত করার মতো কেউ নেই, সেহেতু অনেক ভুল কাজ করছেন তিনি। আর করোনা মহামারীকে হ্যান্ডেল করতে না পারাও ওনারই ব্যর্থতা।