বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার একটি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল চিন (China)। সেখানকার চাংশা (Changsha) শহরে একটি বিধ্বংসী অগ্নিকান্ড ঘটেছে। যার ফলে একটি ৪২ তলা উঁচু বিল্ডিং প্রায় পুরোটাই চলে গিয়েছে আগুনের গ্রাসে। ইতিমধ্যেই চিনের সরকারি গণমাধ্যম সূত্রে এই অগ্নিকাণ্ডের কথা জানানো হয়েছে।
পাশাপাশি, সেই ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও (Social Media)। যেখানে দেখা গিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে ওই বহুতলটিতে। এছাড়াও, চিনের সরকারি টিভি চ্যানেল CCTV জানিয়েছে যে, “ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠছে। বহুতলটির বেশ কয়েকটি তলায় ভয়াবহ আগুন দেখা গিয়েছে।”
এদিকে, গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধারকাজও শুরু করা হয়েছে। প্রতিবেদনে অনুযায়ী জানা গিয়েছে, যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে চিনা টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের অফিস রয়েছে। এমতাবস্থায়, ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক ভিডিও সামনে এসেছে নেটমাধ্যমে। যেখানে ওই বহুতলটি থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।
CHINA | 🇨🇳
A massive fire broke out at a high-rise commercial building in southern China. pic.twitter.com/yhlWVJbUqG
— Umair Aslam (@Defense785) September 16, 2022
ফায়ার ব্রিগেডের ৩৬ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে: এই প্রসঙ্গে সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে জানা গিয়েছে যে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩.৪৮ মিনিট নাগাদ ওই ভবনটিতে আগুন লাগে। এমতাবস্থায়, ফায়ার ব্রিগেডের ৩৬ টি গাড়ি আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়াও, উদ্ধার অভিযানের জন্য মোট ১৭ টি ফায়ার স্টেশন থেকে ২৮০ জনেরও বেশি ফায়ার ব্রিগেড কর্মীকে নিযুক্ত করা হয়েছে বলেও খবর মিলেছে। বিকেল ৫ টা পর্যন্ত ভয়াবহ আগুন জ্বলতে থাকে সেখানে। তবে, এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
WATCH 🚨 Major fire broke out in a high-rise telecom building in the central city of Changsha, China pic.twitter.com/vnaR0cNQLw
— Insider Paper (@TheInsiderPaper) September 16, 2022
মোট ২১৮ মিটার উঁচু ওই বহুতলটি: মূলত, ওই বিল্ডিংটির অত্যধিক উচ্চতার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা বেশ কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছে। উল্লেখ্য যে, এই ভবনটির নির্মাণকাজ ২০০০ সালে শেষ হয়েছিল। এদিকে, যখন এটি নির্মিত হয়েছিল, তখন সেটি সমগ্ৰ চাংশা শহরের মধ্যে সবচেয়ে উঁচু বহুতল ছিল। এটির উচ্চতা হল ২১৮ মিটার। বহুতলটিতে ২ টি আন্ডারগ্রাউন্ড ফ্লোরের পাশাপাশি মোট ৪২ টি তলা রয়েছে।