বাংলাহান্ট ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন,কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চীন।চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা কেড়ে নেওয়ার পর ওই অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেছেন, শান্তি বজায় রাখতে ভারত নিশ্চয়ই কোন পদক্ষেপ নেবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর সাথে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয়গুলি উল্লেখ করেন। বর্তমানে তিন দিনের চীন সফরে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী কে আশ্বাস দিয়ে বলেন, শান্তিপূর্ণভাবে ভারত ও পাকিস্তান এই সমস্যার মীমাংসা করবে।
পাকিস্তান ইস্যুতে ভারত ও পাকিস্তান সমস্যার সমাধান না হলে চীনের সার্বভৌম অধিকার ও স্বার্থও চ্যালেঞ্জের মুখে পড়ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে অস্বীকার দ্বন্দ্ব না কাটলে দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে চুক্তি করা সম্ভব হচ্ছে না।