চালবাজ চীনের নতুন কৌশল, গুজরাট সীমান্তে মোতায়েন করল যুদ্ধবিমান

বাংলাহান্ট ডেস্কঃ ‘কথায় বলে শত্রুর শত্রু আমার বন্ধু’, সেই পন্থাই অবলম্বন করে এগোচ্ছে চালবাজ চীন (china)। ভারত (india) চীন সীমান্তে যুদ্ধের দামামা অনেক দিন আগে থাকতেই বেজে উঠেছে। বহুবার বহু বৈঠক করেও চীন পিছু হটতে নারাজ। ভারত একটা সমঝোতায় আসতে চাইলেও, চীন ক্রমাগত সীমান্ত এলাকায় নিজের ক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। সীমান্ত এলাকায় বিভিন্ন জায়গায় গ্রাম গড়ে তুলতেও শুরু করে দিয়েছে চীন সরকার।

পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে চীন
পূর্ব লাদাখে সীমান্ত বিবাদের আগুন ঠাণ্ডা হওয়ার আগেই আবারও নিজেদের রূপ দেখাতে শুরু করে দিয়েছে চীন সরকার জিনপিং। ভারতের শত্রু দেশ তথা চীনের মিত্র দেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতকে চাপে ফেলার কৌশল করেছে চীন। পাকিস্তানের সেনাদের সঙ্গে যুদ্ধের মহড়া দিচ্ছে চাইনিজ সেনারা।

jinping imran khan 660 100919035252 1

একসঙ্গে হবে যুদ্ধের প্রশিক্ষণ
ভারতের বিরুদ্ধে একযোগে ঝাঁপিয়ে পড়তে হাত মিলিয়েছে চাইনিজ এবং পাকিস্তানী সেনা। চলছে একযোগে সেনা প্রশিক্ষণও। সেই কারণে ভারতের গুজরাটের নিকটবর্তী পাকিস্তানী বিমানবন্দরে যুদ্ধবিমান এবং প্রচুর পরিমাণে সেনা পাঠিয়েছে চীন সরকার। এই বিষয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি জানিয়েছে, অভ্যাস শাহিন XI-এর অনুশীলনে অংশ নিতে পাকিস্তানের ভোলারীতে পৌঁছানোর জন্য চীনের বায়ুসেনারা, ইতিমধ্যেই পাকিস্তানগামী বিমানে উঠে পড়েছে।

11 12

সম্পর্ক মজবুত করছে চীন পাকিস্তান
ভারতের সঙ্গে সীমান্ত বিবাদে লিপ্ত হওয়ার পর থেকে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার করে নিয়েছে চীন। চীন এবং পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যেকার সম্পর্ক মজবুত করতে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত পাকিস্তানে চলবে দুই দেশের সেনাদের যুদ্ধের মহড়া।

Smita Hari

সম্পর্কিত খবর