মঙ্গল গ্রহে ৩.৪২ বিলিয়ন বছরের পুরনো মহাসাগর খুঁজে পেল চিনের রোভার! বিজ্ঞানীরা জানালেন অবাক করা তথ্য

বাংলা হান্ট ডেস্ক: মঙ্গল গ্রহ (Mars) নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে তুমুল গবেষণা চলছে। যেখান থেকে মাঝেমধ্যেই কিছু বড় আপডেট সামনে আসে। ইতিমধ্যেই গবেষণায় এটা নিশ্চিত হয়েছে যে মঙ্গল গ্রহে একটি মহাসাগর ছিল। এর প্রমাণ খুঁজে পেয়েছে NASA সহ ইউরোপীয় মহাকাশ সংস্থা। এখন চিনের ঝুরং রোভারের (Zhurong Rover) সাহায্যে বিজ্ঞানীরা নতুন প্রমাণ সংগ্রহ করেছেন। যেখান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে সত্যিই একটি মহাসাগর ছিল। NDTV-র রিপোর্ট অনুসারে, ঝুরং রোভার ২০২১ সালে মঙ্গলের উত্তরের নিম্নভূমিতে অবতরণ করেছিল। ওই রোভারের স্পেসক্রাফট গ্রহটিকে প্রদক্ষিণ করে।

মঙ্গল গ্রহে (Mars) মহাসাগরের সন্ধান পেল চিনের রোভার:

ওই সময়ের মধ্যে সংগৃহীত তথ্য থেকে প্রাপ্ত ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে যে, সেখানে (Mars) একটি প্রাচীন উপকূলরেখার উপস্থিতি রয়েছে। প্রমাণ সংগ্রহের জন্য, রোভারটি ইউটোপিয়া প্লানিটিয়া নামে একটি স্থানে থাকা পাথর বিশ্লেষণ করে।

China's rover found a 3.42 billion-year-old ocean on Mars.

গবেষকরা জানিয়েছেন যে, চিনের Tianwen-1 অরবিটার, NASA-র Mars Reconnaissance Orbiter এবং একটি ৬ চাকার রোবোটিক রোভার থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দেয় যে মঙ্গল গ্রহে (Mars) পূর্বে মহাসাগর ছিল। যেটি আগে থেকেই ঠান্ডা এবং শুষ্ক হয়ে যায় এবং ওই গ্রহের বেশিরভাগ বায়ুমণ্ডল হারিয়ে যায় বলেও অনুমান করা হয়েছে।

আরও পড়ুন: বিয়ের দু’বছর পর এল “গুড নিউজ”! বাবা-মা হতে চলেছেন রাহুল-আথিয়া, শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়

গবেষকরা ওই এলাকায় পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলি নির্দেশ করেছেন, যেমন খাদ, পলল চ্যানেল এবং মাটির আগ্নেয়গিরির গঠন। যা একটি সৈকতের উপস্থিতি নির্দেশ করে। বিষয়টির পরিপ্রেক্ষিতে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির প্ল্যানেটরি সায়েন্টিস্ট বো উ জানিয়েছেন যে, “আমরা অনুমান করছি যে মঙ্গলের (Mars) ইউটোপিয়া প্লানিটিয়া এলাকায় বন্যা হয়েছিল প্রায় ৩.৬৮ বিলিয়ন বছর আগে।” গবেষকরা বলছেন যে মনে হচ্ছে প্রায় ৩.৪২ বিলিয়ন বছর আগে সমুদ্র বিলুপ্ত হয়ে যায়।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! WhatsApp-এ ভিডিও শেয়ার করার আগে জেনে রাখুন এই নিয়ম, নাহলেই যেতে হবে জেলে

এই গবেষণার সহ-লেখক সের্গেই ক্রাসিলনিকভ বলেছেন যে, সমুদ্রের জলে প্রচুর পরিমাণে পলি জমা হয়েছিল। যার কারণে আজকের পলির গঠন পরিলক্ষিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহের মতো মঙ্গল গ্রহও (Mars) প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। তখন সেখানে একটি বায়ুমণ্ডল ছিল এবং ওই গ্রহে মহাসাগরও ছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর