জঙ্গি হামলার আতঙ্ক! দলে দলে পাকিস্তান ছাড়ছেন চিনা শিক্ষকেরা

বাংলাহান্ট ডেস্ক : ভয়ে পাকিস্তান থেকে পাত্তাড়ি গোটাচ্ছেন চিনা শিক্ষকরা। গত এপ্রিল মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের জঙ্গি হামলায় তিন শিক্ষকের মৃত্যুর পরই আতঙ্কে কাটছে সেদেশের চিনা শিক্ষকদের দিন। অগত্যা বেজিং এর নির্দেশেই দলে দলে স্বদেশে ফিরছেন তাঁরা।

চলতি বছরের এপ্রিল মাসে করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে হামলা চালায় পাক জঙ্গি সংগঠন। সেই হামলায় মৃত্যু হয় তিন চিনা শিক্ষকের। এরপরই পাকিস্তানে কর্মরত চিনা শিক্ষকদের অবিলম্বে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বেজিং।

২০১৩ সালে করাচি বিশ্ববিদ্যালয় এবং চিনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পাকিস্তানে গঠিত হয় কনফুসিয়াস ইনস্টিটিউট। পাকিস্তানিদের মান্দারিন ভাষা শিক্ষা দেওয়াই ছিল এই ইন্সটিটিউটের মূল উদ্দ্যেশ্য। চিন এও আশা করেছিল যে এর ফলে আরও মজবুত হতে চলেছে দুই দেশের সাংস্কৃতিক সম্পর্ক। করাচি বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর ড. নাসিরুদ্দিন বলেন, ‘দেশের সব কনফুসিয়াস ইনস্টিটিউট থেকেই চিনা শিক্ষকদের নিজের দেশে ফিরে যেতে বলেছে চিন।’ আপতত পাকিস্তানি শিক্ষকেরাই ওই ইন্সটিটিউটগুলিকে শিক্ষকতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানে অর্থনৈতিক করিডর তৈরি করছে চিন। এহেন পরিস্থিতিতে চিনা শিক্ষকদের উপর হামলার ঘটনায় যে মোটেই সন্তুষ্ট নয় জিনপিং এর সরকার তা বলাই বাহুল্য। সদ্য পাকিস্তানের মসনদে বসেছে৷ শাহবাজ শরিফ। তাঁর রাজত্বকালের শুরুতেই ক্রমশ চড়তে শুরু করেছে বালোচ বিদ্রোহের পারদ। তা নিয়ে কার্যতই হিমশিম খাচ্ছে পাক সরকার। অন্যদিকে চিনের সঙ্গেও সম্পর্কে বাড়ছে টানাপোড়েন। সব মিলিয়ে যে বেশ চাপের মুখেই পড়েছে পাকিস্তান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর