বাংলা হান্ট ডেস্কঃ উত্তর সিকিমের (North Sikkim) লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে (LAC) ভারতীয় সেনার জওয়ান আর চিন (China) পিপলস লিবারেশন আর্মি (PLA) মুখোমুখি হওয়ার পর লাদাখে চিনের (China) চপার দেখা যায়। লাদাখে চিনের চপার দেখার পর ভারতীয় বায়ুসেনা (IAF) সতর্ক হয়ে যায়। বায়ুসেনার লড়াকু বিমান চিনের চপারকে তাড়া করে পালাতে বাধ্য করে।
সংবাদ সংস্থা ANI এর একটি রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা গত সপ্তাহে ঘটেছে, যখন উত্তর সিকিমে ভারতীয় সেনার আর চিনের সেনা পরস্পরের মুখোমুখি হয়েছিল।
ANI অনুযায়ী, সরকারি সুত্র থেকে জানা যায় যে, ‘চিন সেনার হেলিকপ্টার বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার অনেক পাশে উড়ছিল। এরপর ভারতের বায়ুসেনা চিনের চপারকে তাড়া করে এলাকা ছাড়া করে। এই ঘটনার পর ভারতীয় বায়ুসেনার লড়াকু বিমান গোটা এলাকায় টহল দেয়।
Chinese choppers spotted near Ladakh LAC prompt alert, IAF fighters rushed in
Read @ANI Story | https://t.co/zVoZ823EeH pic.twitter.com/0mEMrH6qrT
— ANI Digital (@ani_digital) May 12, 2020
ANI অনুযায়ী, নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ সরকারি সুত্র জানিয়েছে, চিনের হেলিকপ্টার ভারতীয় সীমা LAC পার করেছিল না। ভারতীয় বায়ুসেনা প্রায়ই অন্য বিমানের সাথে নিজেদের শুখোই 30MKI লড়াকু বিমানের বহর লাদাখের হাওয়াই আড্ডা থেকে উড়িয়ে এলাকার পরিদর্শন করে।