৪.৫ বছর আগে হয়েছিল নিষিদ্ধ! আম্বানির হাত ধরে ভারতে প্রত্যাবর্তন করতে প্রস্তুত এই চিনা কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: চিনের সাথে সীমান্ত সংক্রান্ত বিরোধের পরে, ভারত চিনা সংস্থাগুলিকে নিষিদ্ধ করেছিল। তবে, সরকারের এই নিষেধাজ্ঞার সাড়ে ৪ বছর পরে, একটি চিনা ফ্যাশন ব্র্যান্ড ভারতে ফের প্রত্যাবর্তন করছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের (Reliance Industries) সহায়তায় ওই চিনা সংস্থাটি ভারতে ফিরে আসছে বলে জানা গিয়েছে।

রিলায়েন্সের (Reliance Industries) হাত ধরে ভারতে প্রত্যাবর্তন করছে এই চিনা কোম্পানি:

এমতাবস্থায়, শীঘ্রই গ্রাহকেরা রিলায়েন্সের অনলাইন প্ল্যাটফর্ম Ajio-তে চাইনিজ ফ্যাশন ব্র্যান্ড Shien-এর জামাকাপড় এবং অ্যাক্সেসারিজ পেতে শুরু করবেন। এজন্য ইতিমধ্যেই টেস্টিং শুরু হয়ে গিয়েছে। তবে এটির লঞ্চের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মূলত, রিলায়েন্সের (Reliance Industries) ফ্যাশন এবং লাইফস্টাইল প্ল্যাটফর্ম Ajio-তে Shien-এর ওয়েস্টার্নওয়্যার পোশাক টেস্টিং করা হচ্ছে এবং তালিকাভুক্ত করা হচ্ছে।

Chinese company is returning India with help of Reliance Industries.

৪.৫ বছর পর প্রত্যাবর্তন: রিলায়েন্সের হাত ধরেই এই চিনা ব্র্যান্ড ভারতে সস্তায় পোশাক বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। যেটি শীঘ্রই লঞ্চ হবে। Shien-এর পণ্যগুলি রিলায়েন্সের (Reliance Industries) অ্যাপ এবং অফলাইন স্টোরগুলিতে পাওয়া যাবে। এর ফলে ভারতের ফ্যাশন মার্কেটে যথেষ্ট আলোড়ন তৈরি হবে। মূলত, সস্তা পোশাকের জন্য বিখ্যাত এই ব্র্যান্ডের লঞ্চ একাধিক কোম্পানির চিন্তা বাড়িয়ে দেবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Shien-কে রিলায়েন্সের প্ল্যাটফর্ম থেকে হোস্ট করা হবে। অর্থাৎ, ভারতের ইনফ্রাস্ট্রাকচারে হোস্ট করা হবে এবং প্ল্যাটফর্মের সমস্ত ডেটা ভারতে থাকবে। যেখানে Shien-এর কোনও অ্যাক্সেস বা অধিকার থাকবে না।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে পাত্তাই পেলনা পাকিস্তান! ভারতের একটি সিদ্ধান্তেই মাথায় হাত ইসলামাবাদের

চিন্তা বাড়বে একাধিক কোম্পানির: একটি রিপোর্ট অনুসারে, ২০৩১ সাল নাগাদ, ভারতের ফ্যাশন মার্কেটের মূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি হবে। এমন পরিস্থিতিতে, ভারতে Shien-এর প্রত্যাবর্তন Myntra থেকে শুরু করে টাটা গ্রুপের Zudio-র মতো ফ্যাশন সংস্থাগুলিকে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করতে পারে। জানিয়ে রাখি যে, চিনা ফ্যাশন ব্র্যান্ড Shien বিশ্বের বৃহত্তম ফ্যাশন সংস্থাগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। ১৫০ টিরও বেশি দেশে এর গ্রাহক রয়েছে। ২০২৩ সালে Shien-এর মুনাফা ছিল ২ বিলিয়ন ডলারের বেশি। শুধু তাই নয়, এই সংস্থা ১ বছরে প্রায় ৪৫ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে।

আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! সামনে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি, কবে-কোথায় রয়েছে ভারতের ম্যাচ?

ভারতে কেন এটি নিষিদ্ধ করা হয়েছিল: প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালে, তথ্য ফাঁস এবং নিরাপত্তার কারণে ভারত সরকার কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল। নিরাপত্তার কারণ এবং তথ্য সংগ্রহ এবং চিনা সামরিক বাহিনীর সম্ভাব্য গুপ্তচরবৃত্তির মতো ঝুঁকি উল্লেখ করে সরকার এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে। যেখানে Shien-ও অন্তর্ভুক্ত ছিল। এই কোম্পানির বিশেষত্ব হল এটি খুব সস্তা দামে ফাস্ট ফ্যাশনের পোশাক বিক্রি করে। এর প্রথম স্টোরটি ২০০৮ সালে চিনের নানজিংয়ে খোলা হয়েছিল। এটি একটি শিপিং কোম্পানি হিসেবে শুরু হলেও পরে পোশাক বিক্রি করতে শুরু করে। তবে, এই চিনা কোম্পানিকে একাধিক অসুবিধের সম্মুখীন হতে হয়েছে। শুধু তাই নয়, এই সংস্থার বিরুদ্ধে তথ্য চুরির গুরুতর অভিযোগও ছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর