মুখে সিগারেট নিয়েই ছুটেছেন ২৬ মাইল! ম্যারাথনে অংশগ্রহণকারীর কাণ্ডে হতবাক গোটা বিশ্ব

বাংলাহান্ট ডেস্ক : আজকাল টিভির পর্দা থেকে খবরের কাগজ, সব জায়গাতেই ধূমপানের অপকারিতা সম্বন্ধে প্রচার করা হয়। বড় বড় হরফে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই বিজ্ঞাপন দ্বারা বেশ কিছু মানুষ ভয় পেলেও অনেকে আছেন যারা এইসবের তোয়াক্কা করেন না।

সম্প্রতি চীনের এক ব্যক্তি এই ভয় না পাওয়া মনোভাবের জন্য রাতারাত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার একটি দৌড় প্রতিযোগিতায় তিনি মুখে সিগারেট নিয়ে ছুটলেন। চীনা এই ব্যক্তির কান্ড এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তবে বহু মানুষ তার এই কান্ডকে সমালোচনাও করেছেন।

দ্যা মিররের একটি বিশেষ প্রতিবেদনে এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি আংকেল চেন নামে পরিচিত। তিনি একজন দৌড়বিদ। তিনি জিয়ান্দে ম্যারাথনে দৌড়ছেন তিনি। ক্রমাগত ধূমপান করতে করতে তিনি পুরো ২৬.২ মাইল ছুটেছেন। একটার পর একটা সিগারেট তিনি দৌড় চলাকালীনই ধরিয়েছেন।

নিউ ইয়র্ক পোস্টের তরফে উল্লেখ করা হয়েছে, ওই দৌড়বিদ ধূমপানে আসক্ত। তিনি ২৬.২ মাইল ৩ ঘন্টা ২৮ মিনিট এবং ৪৫ সেকেন্ডে শেষ করেছেন। ১৫০০ প্রতিযোগীর মধ্যে তিনি ৫৭৪ তম স্থান দখল করেছেন। প্রতিযোগিতার অন্যান্য প্রতিযোগিরা অবশ্য আঙ্কেল চেনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েন। তাদের বক্তব্য, এই ব্যক্তি দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খুবই খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন ।

নিউ ইয়র্ক পোস্ট অনুযায়ী, এটি চেনের প্রথম ম্যারাথন দৌড় নয়! ২০১৮ সালে গুয়াংজু রেস শেষ করতে তিনি সময় নিয়েছিলেন ৩ ঘন্টা ৩৬ মিনিটে। এছাড়াও, ৩ ঘন্টা ৩২ মিনিটে ২০১৯ সালে জিয়ামেন ম্যারাথন শেষ করেছিলেন। তার মতে, ধূমপান যে তার কর্মদক্ষতাকে বারবার বাড়িয়ে দেয় সেটাই তিনি ছুটতে ছুটতে ধূমপান করার মধ্যে দিয়ে প্রমাণ করতে চান।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর