প্রেমিকের সাথে বসতে না দেওয়ায় বিমান সেবিকার মুখে গরম জল ছুড়ে মারল যাত্রী

বাংলাহান্ট ডেস্ক: প্রায়ই শোনা যায় বিমানযাত্রীরা বিমান সেবিকার সাথে খারাপ আচরণ করছে যাত্রীরা। এবার প্রেমিকের সাথে বসতে না দেওয়ায় বিমান সেবিকার মুখে গরম জল ছুড়ে মারল এক যাত্রী।

main qimg be42836824a7eba339d5

জানা গিয়েছে এক চীনা যাত্রী এয়ার এশিয়ার একটি ফ্লাইটে উঠে তার বয়ফ্রেন্ডের সাথে বসতে চাই।এক বিমান সেবিকা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সিট খালি থাকলে তাকে ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু বিমানটি আকাশে উড়ান নেওয়ার পরও তাকে তার বয়ফ্রেন্ডের পাশে বসার ব্যবস্থা করে দেন নি ওই বিমান সেবিকা। পরেই বিমান সেবিকা ওই চীনা মহিলাকে খাবার দিতে এলে ওই চীনা মহিলা বিমান সেবিকার মুখে গরম জল ছুড়ে মারে।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই চীনা মহিলাকে তার বয়ফ্রেন্ডের পাশে বসতে না দেওয়ায় ওই যাত্রী বিমান সেবিকার মুখে কাপ নুডলস এর গরম জল ছুড়ে মারে।

সম্পর্কিত খবর