বাংলা হান্ট ডেস্কঃ রাতের আকাশে হঠাৎ চোখে পরলো এক অবিশ্বাস্য দৃশ্য। আলোর ঝলকানি দেখে প্রথমে উল্কা বলে মনে হলেও পরে জানা যায়, মহারাষ্ট্রের আকাশে আলোর ঝলকানি আসলে চিনা রকেট এর ধ্বংসাবশেষ। তবে এই চিনা রকেট এর ধ্বংসাবশেষ এলো কোথা থেকে?
জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে বেজিং থেকে ‘চ্যাং ঝেং তথা লং মার্চ ৫বি’ নামের চিনা রকেট উৎক্ষেপণ করা হয় এবং এই রকেটটি পৃথিবীর বায়ুমন্ডলে এদিন ঢুকে পরে বলে জানা যাচ্ছে। রকেটটি আকাশে জ্বলে যাওয়ার ফলে ভারতের আকাশ থেকে এদিন আলোর ঝলকানি দেখা যায়। তবে এই ধ্বংসাবশেষ মাটিতে এসে পৌঁছানোর সম্ভাবনা যে নেই, সে বিষয়ে নিশ্চিত জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মার্কিন মহাকাশচারী জানিয়েছেন, সময় মতোই পৃথিবীর বুকে এসে পরেছে রকেটটি এবং তারা যে গোটা বিষয়টি নজরে রেখেছিলো, সেই বিষয়েও জানিয়েছেন তিনি। এর আগে এহেন ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ববাসী। গত বছর একটি চিনা রকেট ভেঙে পড়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। নিউইয়র্ক কিংবা মাদ্রিদ এর মত শহরে আছড়ে পরার আশঙ্কা থাকলেও পরবর্তীকালে সেটি ভারত মহাসাগরে মিশে যায়।
#WATCH | Maharashtra: In what appears to be a meteor shower was witnessed over the skies of Nagpur & several other parts of the state. pic.twitter.com/kPUfL9P18R
— ANI (@ANI) April 2, 2022
তার পূর্বে আইভরি কোস্টে এহেন একটি রকেট আছড়ে পরেছিল যাতে সেখানকার বহু ঘরবাড়ির ক্ষতি হয়। আসলে এ সকল ঘটনা ঘটিয়ে চলেছে বেজিং কেবলমাত্র মহাকাশে নিজেদের একটি স্টেশন বানানোর উদ্দেশ্যে। আর সেই পরিকল্পনা সফল করতেই এই রকেটগুলো মহাকাশে পাঠাচ্ছে তারা। তবে আশার কথা মহারাষ্ট্রে রকেট-এর ধ্বংসাবশেষ দেখা গেলেও তাতে কোন মানুষের কিংবা ঘরবাড়ির কোনো ক্ষতি হয়নি।