অবিশ্বাস্য! এবার মঙ্গলে টিকে থাকবে প্রাণও! নয়া আবিষ্কার চিনা বিজ্ঞানীদের, তোলপাড় বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : বহু বছর ধরেই বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছেন। বিশ্বের বহু দেশ মঙ্গলে (Mars) প্রাণ অন্বেষণে ব্যস্ত। এই আবহে চিনা বিজ্ঞানীরা দাবি করলেন তারা এমন উদ্ভিদ আবিষ্কার করেছেন যা কিনা বেঁচে থাকতে পারবে মঙ্গলের (Mars) কঠিন আবহাওয়ায়। যদিও বিজ্ঞানীরা আপাতত এটির সম্ভাবনার কথাই বলেছেন।

মঙ্গলে (Mars) বেঁচে থাকতে পারে এই উদ্ভিদ

বিজ্ঞানীরা জানিয়েছেন এই উদ্ভিদটি পাওয়া যায় অ্যান্টার্কটিকা এবং মোজাভে মরুভূমিতে। এই উদ্ভিদ আদতে এক ধরনের মরুভূমির শ্যাওলা। বিজ্ঞানীদের আশা এই উদ্ভিদ মঙ্গল গ্রহে (Mars) প্রাণ বৃদ্ধির চাবিকাঠি হতে পারে। দা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম সিন্ট্রিচিয়া ক্যানিনারভিস।

   

আরোও পড়ুন : গোলাপী হোক বা নীল! SRK থেকে আম্বানি বাড়ির নিরাপত্তারক্ষী, সকলের হাতেই এই ব্যান্ড! কেসটা কী?

বিজ্ঞানীরা দাবি করেছেন, এই উদ্ভিদ অত্যধিক তাপ, অত্যধিক ঠান্ডা ও অত্যাধিক বিকিরণ সহ্য করতে সক্ষম। চিনের (China) গবেষক (Scientist) দলের দাবি, মহাকাশে তারা উপনিবেশ স্থাপনের চেষ্টা চালাচ্ছেন যাতে থাকবে প্রাকৃতিকভাবে নির্বাচিত গাছপালা। গবেষণায় সিনট্রিচিয়া ক্যানিনারভিস সম্পর্কে বলা হয়েছে, এই উদ্ভিদের পরিবেশগত স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি।

আরোও পড়ুন : রানী ফেল! বাস্তবে কার সঙ্গে প্রেম করছে দুর্জয়? অর্কপ্রভর ‘প্রেমিকা’র আসল পরিচয় চমকে দিতে বাধ্য!

 এটি সমস্ত প্রতিকূল পরিবেশেও টিকে থাকতে সক্ষম। এছাড়াও বিজ্ঞানীরা বলছেন, এই উদ্ভিদ পৃথিবী থেকে মহাকাশে মানব সভ্যতা বিস্তারে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। গবেষকরা সিনট্রিসিয়া ক্যানিনারভিস সম্পর্কে বলেছেন, এটি শুধুমাত্র প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে তা নয়, বরং জলের চরম অভাব থেকেও এরা নিজেদের পুনরুদ্ধার করতে সক্ষম।

mars 1719858134

উচ্চ স্তরের ডিহাইড্রেশন থেকেও পুনরুদ্ধার করতে পারে এই উদ্ভিদ। 30 দিনের জন্য মাইনাস 196 ডিগ্রি সেলসিয়াসে গামা রশ্মির সংস্পর্শে রাখা হয়েছিল এই উদ্ভিদটিকে। এছাড়াও পাঁচ বছর ধরে মাইনাস 80 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় এটিকে পরীক্ষা করা হয়েছিল। এসব পরীক্ষায় দেখা গেছে উদ্ভিদটি প্রতিকূল পরিবেশের মধ্যেও নিজেদের বিকাশ ধরে রেখেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর