Bangla Hunt Desk: করোনা ভাইরাস নিয়ে সমগ্র বিশ্ব তোলপাড় হয়ে রয়েছে। চীনকে (China) এই মহামারির কারণে প্রথম থেকেই দোষারোপ করে এসেছেন মার্কিন রাষ্ট্রপতি থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন তাবড় তাবড় নেতৃত্বরাও। কিন্তু সম্প্রতিকালে এক চীনা ভাইরোলজিস্ট এই মহামারি ভাইরাসের বিষয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা শুনে চীনা রাষ্ট্রপতি জিনপিং-এর মাথায় হাত।
চীনা ভাইরোলজিস্টএর দাবী
চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ান (li meng yan) এই মহামারি করোনা ভাইরাসকে মানবসৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। চীন সরকারকে দোষারোপ করে তিনি বলেছেন, তাঁর কাছে এমন কিছু তথ্য আছে, যার দ্বারা তিনি প্রমাণ করে দিতে পারবেন এই করোনা ভাইরাস চীনের মানব দ্বারা সৃষ্ট ভাইরাস।
চীনের ল্যাবেই এই ভাইরাসের উৎপত্তি
তিনি আরও দাবী করেছেন, উহানের সি ফুড মার্কেট থেকে এই ভাইরাসের উৎপত্তি হয়নি। তাঁর কথায়, এই ভাইরাস চীনের ল্যাবেই তৈরি করা হয়েছে। এই ভাইরাসের জিনোম সিকোয়েন্স মানুষের আঙুলের মুদ্রণের মতো। এর দ্বারাও প্রমাণিত হয় এটি মানবসৃষ্ট ভাইরাস।
হার মানতে নারাজ লি-মেনগ ইয়ান
চীন সরকাররে বিরুদ্ধে এই অভিযোগ করার পর তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। প্রাণ ভয়ে তিনি হংকং ছেড়ে আমেরিকায় চলে আসেন। কিন্তু তিনি জানান, তাঁর সমস্ত নথিপত্র পুড়িয়ে দেওয়া হয় এবং সেইসঙ্গে তাঁর সহকারীদের তাঁর বিরুদ্ধে মিথ্যে বদনাম রটাতে বলা হয়। এমনকি তাঁকে হত্যারও পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতকিছু সত্ত্বেও হেরে যেতে নারাজ চীনা ভাইরোলজিস্ট লি-মেনগ ইয়ান। তিনি প্রমাণ করে দিতে চান, এই করোনা ভাইরাস চীনের মানব দ্বারা সৃষ্ট একটি মারণ ভাইরাস।