চীনা গুপ্তচর ভারতের মাটিতে! লাদাখ সীমান্তে ভারতীয় সেনার হাতে পাকড়াও চাইনিজ সৈনিক

বাংলাহান্ট ডেস্কঃ লাদাখ সীমান্তে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতীয় সেনার (Inidan army) হাতে পাকড়াও হল এক চাইনিজ সৈনিক (Chinese army)। LAC পেরিয়ে পূর্ব লাদাখের ডেমচক এলাকায় ঢুকে পড়ে ওই চাইনিজ সৈনিক। সেখান থেকেই চাইনিজ সৈনিককে গ্রেপ্তার করে ভারতীয় সেনাবাহিনী। তবে ঠিক কি কারণে ভারতে প্রবেশ করেছিল ওই চীনা সেনা সে বিষয়ে তদন্ত চলছে।

ভারতীয় সেনার হাতে ধৃত ওই লাল ফৌজের সৈনিকের নাম ওয়াং ইয়া লং, ঝোঝিয়াং প্রদেশের শাংজিঝেনের বাসিন্দা। বর্তমানে ওই সেনা ভারতীয় সেনাদের হেফাজতেই রয়েছে। শত্রু পক্ষ হলেও ভারতীয় সেনারা তাঁর কোন ক্ষতি করেনি। উলটে চাইনিজ সেনার হাতে খাবার, অক্সিজেন, গরম জামাকাপড় তুলে দিয়েছে ভারতীয় সেনারা।

india china pti 1200 1 1

এই চাইনিজ সৈনিক ভারতে চরবৃত্তির কাজ করছিল কিনা সে বিষয়েও তদন্ত চলছে। তবে সমস্ত নিয়ম কানুন মেনেই ওই চাইনিজ সেনাকে চুশুলের মলডোতে চীনা সেনাদের হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় সীমানার মধ্যে অবৈধভাবে প্রবেশের কারণেই তাঁকে ভারতীয় সেনারা হেফাজতে নিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর