ভারতীয় সেনার ভয়ে কাঁপছে চীনা জওয়ানরা, সীমান্তে মোতায়েন হওয়ার আগে তাঁদের কান্নার ভিডিও ভাইরাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) মধ্যে কয়েকমাস ধরে সীমান্তে উত্তেজনা জারি আছে। যদিও দুই দেশের মধ্যে উত্তেজনা কম করার জন্য লাগাতার বৈঠকও চলছে। কিন্তু এখনো পর্যন্ত বৈঠকের কোনও সুফল দেখা যায় নি। চীন ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য মাঝে মধ্যেই প্রোপাগান্ডা ভিডিও (Video) ছাড়ছে। কিন্তু এবার তাঁদের মুখোশ খুলে গিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় লাদাখে মোতায়েনের আগে চীনা জওয়ানদের একটি ভিডিও তুমুল ভাইরাল (Viral Video) হচ্ছে।

PLA এর জওয়ানদের লাদাখে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হচ্ছে। কিন্তু তাঁরা লাদাখ সীমান্তে যাওয়ার আগে অঝোরে কান্নাকাটি করছে বলে দাবি করা হয়েছে এই ভিডিওতে। রবিবার পাকিস্তানি কমেডিয়ান জায়েদ হামিদ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, চীনের সেনা বাসের মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে যে, চীনের এই জওয়ানদের ভারতীয় সেনার সন্মুখিন হওয়ার জন্য লাদাখে পোস্টিং করা হচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘এক শিশু নীতি আমাদের চীনা ভাইদের অনুপ্রেরণার স্তরটিকে মারাত্মকভাবে আঘাত করছে।” পোস্টের ক্যাপশনে আরও লেখা হয়, ‘আমরা পাকিস্তানিরা চীনকে সমর্থন করি।” ক্যাপশনে চীনা জওয়ানদের বাহাদুর হওয়ার কথাও বলা হয়েছে। ওই পোস্টের মাধ্যমে হামিদ যে চীনা জওয়ানদের নিয়ে খিল্লি করছে, সেটা বোঝাই যাচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ভিডিও ফুটেজ ফুয়াং সিটি উইকলির উইচ্যাট পেজে পোস্ট করা হয়েছিল। কিন্তু এরপর সেই ভিডিওটি তৎক্ষণাৎ মুছে দেওয়া হয়। সমস্ত চীনা জওয়ান কলেজ ছাত্র বলে জানা গিয়েছে আর তাঁদের মধ্যে পাঁচজন তিব্বতে সেবা করার জন্য স্বইচ্ছেয় স্বয়ংসেবক হয়েছিল। এবার তাঁদের লাদাখে ভারত-চীন সীমান্তে পাঠানো হচ্ছে। লাদাখের যেই গালওয়ান উপত্যকায় ভারত আর চীনের জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেখানে এই জওয়ানদের পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও আমাদের পক্ষে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

X