বাংলাহান্ট ডেস্কঃ লাদাখ সীমান্ত থেকে এখন শকুনের দৃষ্টি সরায়নি চীন (china)। তাই রাতের অন্ধকারেই মহড়া দিচ্ছে হিমালয়ে ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায়। যুদ্ধের সময় সেনারা যাতে আরও উঁচুতে অবস্থান থেকে শত্রুপক্ষের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
গ্লোবাল টাইমসের রিপোর্ট অনুসারে, নিজেদের আরও শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। সেই কারণে কিছুদিন আগেই তিব্বত আর জিনজিয়াংএ প্রায় ২০০ জন সামরিক কমান্ডার উপস্থিত হয়ে মহড়া দিচ্ছিলেন। তারউপর আবার জুলাইয়ে প্রেসিডেন্ট শি জিনপিং তিব্বত পরিদর্শনে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন।
আরও জানা গিয়েছে, গত মাসেই তিব্বত সামরিক কমান্ডের নেতৃত্ব তিব্বত মালভূমিতে একটি বিশাল সেনা মহড়া চালায় ‘স্নোফিল্ড ডিউটি ২০২১’। ১০টি ব্রিগেড ও রিজিমেন্ট অংশ নিয়েছিল এই মহড়ায়। দিনের আলোর থেকে রাতের অন্ধকারে এই মহড়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
হাউইটজার, এন্টি এয়ারক্র্যাফ্ট ব্যাটারিসহ একাধিক রকেট লঞ্চার সিস্টেম, হেলিকপ্টার ও টাইম ১৫ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছিল এই মহড়ায়। সমরাস্ত্র ও সরঞ্জাম নিয়ে প্রায় ৫ হাজার মিটার উঁচুতে এই মহড়া চালাছিল লাল সেনারা। ধীরে ধীরে অধিক উচ্চতায় সেনাদের যুদ্ধের ক্ষমতা বাড়াতে শুরু করে দিয়েছে জিনপিং-র দেশ।
এই বিষয়ে চীন সেনার এক কম্পানি কমান্ডার জানিয়েছেন, ‘আমারা আমাদের সিডিউল বদলেছি। সেনাদের বলা হয়েছে অধিক উচ্চতায় যুদ্ধের জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। একটা কঠিন লড়াইয়ের ময়দানের জন্য আমাদের তৈরি হতে হবে। কারণ সীমান্ত উচ্চতায় যুদ্ধের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে’।