বাংলাহান্ট ডেস্কঃ “যব প্যার কিয়া তো ডরনা ক্যায়া” , প্রেমীরা প্রেমে পড়লে নাকি কিছুতেই ভয় পায়না। আবার তাঁর প্রমান মিলল কাথিতে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে যখন সকলে চীনের মানুষ জনের সংস্পর্ষ এড়িয়ে চলতে চেষ্টা করছে তখন চীনের এক তরুনীকে বিয়ে করলেন কাঁথির যুবক পিন্টু জানা।
জানা যাচ্ছে, তরুনীর নাম এঞ্জেল পিং। পিন্টু সাত বছর আগে কর্মসূত্রে চিনের গোয়াং প্রদেশে গিয়েছিলেন। সেখানে পিন্টুর মামার পোষাকের ব্যবসা রয়েছে। গোয়াং প্রদেশে ব্যবসা রয়েছে এঞ্জেলদেরও। সেখানেই পাশাপাশি আসেন পিন্টু ও এঞ্জেলা। তার পর ভাষার বাধা পেরিয়ে প্রেম। সেই প্রেমই সাত পাকে বাধা পড়ল।
হিন্দু মতে কাঁথিতে বিবাহ সূত্রে আবদ্ধ হল এঞ্জেল ও পিণ্টু। ভিন্ন ধর্মের হলেও তাতে বাধা দেননি কোনো পরিবারের সদস্যরাই। বরং এই পরিবারে বইছে খুশির হাওয়া। করোনাভাইরাসের হাজারও নিয়ম-নিষেধের বেড়াজালে এঞ্জেলের পরিবার চিনে আটকে গেলেও আটকাল না তাদের পরিণয়। এঞ্জেল সাজলেন বাঙালি কন্যের মত করেই। আসতে না পারায় চিন থেকে নবদম্পতিকে মোবাইলের ভিডিয়ো কলে আশীর্বাদ করলেন এঞ্জেলের পরিজনেরা।
চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। চিনে এখনও পর্যন্ত ৩৬০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আড়াই লাখেরও বেশি আক্রান্ত এই ভাইরাসে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ।