চিন্ময়কৃষ্ণকে মুক্তি দেওয়া হোক! এবার সুর চড়ালেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী

বাংলা হান্ট ডেস্কঃ চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। তার আঁচ এসে পড়েছে ভারতবর্ষেও। ইতিমধ্যেই এই সন্ন্যাসীর মুক্তির দাবিতে সুর চড়িয়েছেন বহু মানুষ। এবার তাতে জুড়ল ফুরফুরা শরিফের (Furfura Sharif) পীরজাদা ত্বহা সিদ্দিকীর নাম।

  • বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ করেছেন ত্বহা সিদ্দিকী

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ সরকার এই গুরুতর অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। এদিকে তাঁর গ্রেফতারি নিয়ে উত্তাল ওপার বাংলার একাংশ। সংখ্যালঘুরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। বিক্ষোভ, সংঘর্ষ চলছে। এই আবহে এবার মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।

বর্তমানে জেলের চার দেওয়ালের মধ্যে দিন কাটছে চিন্ময়কৃষ্ণ দাসের। ইতিমধ্যেই তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি তোলা হয়েছে। সরব হয়েছে বিজেপি। এবার চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তির দাবি শোনা গেল ত্বহা সিদ্দিকীর (Taha Siddiqui) গলায়। একইসঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারত এবং বাংলাদেশের মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ‘এটা ঠিক নয়’, কলকাতার হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করতেই ‘ফুঁসে’ উঠলেন ফিরহাদ

ওপার বাংলায় সংখ্যালঘুদের ওপর যেভাবে হামলা হচ্ছে, তার প্রতিবাদ ও শোনা গিয়েছে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর গলায়। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু ভাইবোনদের ওপর নির্যাতন হবে এটা একেবারেই মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ জানাচ্ছি। সেদেশে সংখ্যালঘুদের ওপর জুলুম হবে, অত্যাচার হবে, তাঁদের গাড়ি বাড়ি পুড়িয়ে দেওয়া হবে এটা ভীষণ অন্যায়।

Chinmoy Krishna Das Brahmachari arrested in Bangladesh.

কয়েকদিন আগেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। এরপর থেকেই উত্তাল বাংলাদেশ (Bangladesh)। বিগত কিছু সময় ধরেই ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠছিল, চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর তাতে যেন এক নতুন মাত্রা যোগ হয়। ত্বহা সিদ্দিকী এই বিষয়ে বলেন, মিথ্যে কেস না দিয়ে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়া হোক। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর