বাংলা হান্ট ডেস্ক: বিচার ব্যবস্থার নামে রীতিমতো প্রহসন শুরু হয়েছে ইউনূস সরকারের বাংলাদেশে (Bangladesh)। গত ৩০ এপ্রিল ঢাকা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকা চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করলেও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সঙ্গে সঙ্গে জামিন স্থগিতের আবেদন নিয়ে আদালতে অন্য বিচারপতির এজলাসে যান। যেখানে ওই মঞ্জুর হওয়া জামিন ফের স্থগিত হয়ে যায়। এই ঘটনায় শুরু হয় তুমুল সমালোচনাও। কিন্তু এবার, জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হত্যা মামলায় “গ্রেফতার” হিসেবে দেখানো হল।
বাংলাদেশে (Bangladesh) বিচারের নামে প্রহসন:
প্রসঙ্গত উল্লেখ্য যে, ঢাকার সুপ্রিম কোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত হওয়া সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। কিন্তু তারই মাঝে সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় প্রভুর গ্রেফতারি মঞ্জুর করেছে। চট্টগ্রামের (Bangladesh) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। যার ফলে এবার রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি এবার আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মামলাতেও গ্রেফতার হলেন বাংলাদেশের সম্মিলিত হিন্দু জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। জানা গিয়েছে যে, আগামী মঙ্গলবার এই মামলার প্রথম ভার্চুয়াল শুনানির সম্ভাবনা রয়েছে।
এই প্রসঙ্গে সহকারী পাবলিক প্রসিকিউটর (APP) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, বিচারক আইনজীবী খুনের মামলায় পুলিশের আবেদনের ভিত্তিতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার হিসেবে দেখানোর অনুমতি দিয়েছেন। যদিও, নিরাপত্তার জন্য চিন্ময় কৃষ্ণকে সরাসরি আদালতে হাজির করা হবে না বলেও জানান তিনি। এমতাবস্থায়, জেল থেকেই ভার্চুয়ালি আদালতের শুনানিতে উপস্থিত হবেন চিন্ময় কৃষ্ণ।
আরও পড়ুন: বাজবে সাইরেন, থাকতে হবে সতর্ক! যুদ্ধের আবহে ৭ মে রাজ্যে রাজ্যে মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের
তবে, সামগ্রিকভাবে গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় প্রথমে চিন্ময় প্রভুর জামিল মঞ্জুর হয়েও যেভাবে ওই জান স্থগিত হয়ে যায় এবং তারপরেই হত্যা মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হচ্ছে তাতে প্রত্যক্ষভাবে প্রশাসনের অঙ্গুলিহেলনের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ যাতে বন্দি থাকেন তার জন্যই ষড়যন্ত্র তৈরি হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুন: ODI-T20-তে বজায় রয়েছে দাপট! কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ে ধাক্কা খেল টিম ইন্ডিয়া, এগিয়ে গেল এই দল
জানিয়ে রাখি, চিন্ময় দাসের বিরুদ্ধে চট্টগ্রাম (Bangladesh) কোতোয়ালি থানায় দায়ের হয় ৪ টি মামলা। যার মধ্যে অন্যতম হল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যা মামলা। এছাড়াও অন্য যে ৩ টি মামলা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রয়েছে সেগুলি হল পুলিশ ও আইনজীবীদের ওপর হামলা, বিচারকাজে বাধা দেওয়া এবং আদালত সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি করা। এমতাবস্থায়, জানা গিয়েছে যে আগামী ৬ মে বাকি ৩ টি মামলার শুনানি হতে পারে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: