হিন্দুদের সমর্থনে করেছিলেন সমাবেশ! বাংলাদেশে গ্রেফতার ইসকনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশে (Bangladesh) বারংবার হিন্দুদের ওপর অত্যাচারের প্রসঙ্গে সরকার এবং পুলিশের মনোভাব নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, সেখানকার সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদও। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যেই এই প্রসঙ্গে ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমন দাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ একটি পোস্ট করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, “চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা পুলিশ গ্রেফতার করেছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে (Bangladesh) হিন্দুদের সমর্থনে সমাবেশ করেছিলেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করেছে পুলিশ।”

ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস আরও বলেছেন, “আমি এইমাত্র চমকপ্রদ খবর পেয়েছি। হিন্দু সন্ন্যাসী ও বাংলাদেশি (Bangladesh) সংখ্যালঘুদের এই কঠিন সময়ে নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ। তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা পুলিশের গোয়েন্দা শাখা তাঁকে গ্রেফতার করেছে।”

আরও পড়ুন: IPL-এর মেগা নিলামের মাঝেই মিলল সবথেকে বড় উপহার! দুর্দান্ত সুখবর দিলেন জয় শাহ

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চিন্ময় কৃষ্ণ দাস “চিন্ময় প্রভু” নামেও পরিচিত। তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি তিনি বাংলাদেশ (Bangladesh) সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সম্প্রতি চট্টগ্রাম ও রংপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ সম্পন্ন হয়।

আরও পড়ুন: গ্রাহকদের স্বার্থে বড় পদক্ষেপ! গোল্ড লোনের নিয়মে গুরত্বপূর্ণ পরিবর্তন করল RBI, মিলবে বিশেষ সুবিধা

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময়ে বাংলাদেশ (Bangladesh) পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার আধিকারিকরা শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেন। গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আরও ১৯ জনের বিরুদ্ধে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। মূলত, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে ওই মামলা দায়ের হয় বলে জানা গিয়েছে। এদিকে, ওই মামলার পরেই সোমবার গ্রেফতার করা হল চিন্ময় কৃষ্ণ দাসকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর